খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ব্যতিক্রমী আয়োজন। ২৬ জুলাই পুনর্জাগরণ এর মর্মবাণী ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে একাত্বতা প্রকাশ করে স্থানীয় পর্যায়ে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে গলাচিপা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এবং সমাজসেবা মন্ত্রনালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠান।
আজ শনিবার ২৬ জুলাই সকাল ৯.৩০ টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাইউম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আকরামুজ্জামান, পল্লী বিদ্যুৎ সমিতি গলাচিপা উপজেলা ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফোরকান মোল্লা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মজনু মোল্লা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা সুরক্ষা এবং সাম্যভিত্তিক মানবিক দর্শনের উপর আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনায় প্রধান অতিথি মাহমুদুল হাসান বলেন, একটি মানবিক ও সাম্যের সমাজ গঠনে সকলে মিলে কাজ করলেই সম্ভব হবে ‘জুলাই পুনর্জাগরণ’-এর চেতনা বাস্তবায়ন।
অনুষ্ঠানর শেষ পর্যায়ে সাংস্কৃতিক পরিবেশনায় অতিথিসহ উপস্থিত সকলকে মুগ্ধ করে তোলে।
Leave a Reply