মোঃ জিহাদ
তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি ।
জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক বিশেষ বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প। সোমবার (২৮ জুলাই) সকাল ৯টা থেকে উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অস্থায়ী মেডিকেল ক্যাম্পে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
চিকিৎসাসেবা ক্যাম্পে নৌবাহিনীর একটি অভিজ্ঞ ও প্রশিক্ষিত চিকিৎসক দল উপস্থিত ছিলেন। তাদের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৩০০ জন নারী, পুরুষ, শিশু ও প্রবীণ রোগী বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
ক্যাম্পে চিকিৎসাসেবা চলাকালে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাদেশ নৌবাহিনীর তজুমদ্দিন কন্টিনজেন্ট প্রধান লেফটেন্যান্ট আবিদুল ইসলাম বলেন,
সামুদ্রিক ও উপকূলীয় অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনী সবসময় আন্তরিক। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।”
চিকিৎসা কার্যক্রম শেষে স্থানীয় জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি পরামর্শমূলক সেশন পরিচালনা করা হয়। এতে অংশগ্রহণকারীদের প্রাথমিক স্বাস্থ্যবিধি, সচেতনতা এবং স্বাস্থ্যকর জীবনযাপন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
‘জুলাই পূর্ণজাগরণ’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন এলাকায় যে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে, তজুমদ্দিনের এই স্বাস্থ্যসেবা কার্যক্রম ছিল তারই একটি গৌরবময় অংশ।
Leave a Reply