মোঃআনোয়ারুল ইসলাম অপূর্ব।
স্টাফ রিপোর্টারঃলালমনিরহাট।
২৮শে জুলাই রোজ সোমবার, লালমনিরহাটের
বিডিআর গেটে আজ মুখো মুখি দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এই দুর্ঘটনার কারণে লালমনিরহাট বুড়িমারী রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়েছে বলে জানা যায়। সোমবার দুপুর দুই ঘটিকার সময়, বুড়িমারী থেকে ছেড়ে আসা ৬৬নম্বর কমিউটার ট্রেনটি লালমনিরহাটে ঢোকার সময় বিডিআর হাটের রেল সিগনালে আসতেই ৩০১১ সিরিজের লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পরে যায়।রেল বিভাগ সুত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি আজ বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রী নামিয়ে, উক্ত টেনটি সাল্টিংয়ের জন্য মোগলহাট লাইনের দিকে যাওয়ার সময়, ঠিক একই লাইনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী ৬৬নম্বর কমিউটার ট্রেনটি ঢোকে এবং মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় যাত্রীবিহীন লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয় এবং রেল লাইনের স্বাভাবিক সমস্যার সৃষ্টি হয়। এদিকে বুড়িমারী কমিউটার ট্রেনটি চরম দুর্ভোগে পরে,এবং যদিও ট্রেনটিতে যাত্রী ছিলো তবে যাত্রীদের কোন হতাহতের খবর পাওয়া যায়নি।ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে নিরাপত্তা কর্মকর্তা বেনজির আহমেদ বলেন যাত্রীদের কোন হতাহতের ঘটনা ঘটেনি।
Leave a Reply