মোঃ জুয়েল হোসেন
ক্রাইম রিপোর্টার
যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামে ঘটে গেছে হৃদয়বিদারক একটি ঘটনা। গর্ভধারিণী মায়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তারই সন্তান সাগর মোড়লের বিরুদ্ধে।
অভিযুক্ত সাগর মোড়ল কোটা মাদ্রাসা এলাকার বাসিন্দা বাশার মোড়লের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও সাগর একাধিকবার তার বৃদ্ধা মাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। এমনকি বাবা বাশার মোড়লও তার ছেলের নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে।
সাম্প্রতিক এই নৃশংস ঘটনার পর আহত মা চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। সামাজিক ও পারিবারিকভাবে কোনো প্রতিকার না পেয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ প্রসঙ্গে স্থানীয়দের অনেকেই বলেন, “সন্তান এমন হয়! জন্মদাত্রী মায়ের ওপর হাত তোলে, এটা শুধু লজ্জার না, অপরাধের শামিল। এর সঠিক বিচার হওয়া উচিত।”
নির্যাতিত মায়ের একটি ছবি গাজীপুর পুলিশ ফাঁড়ি থেকে তোলা হয়েছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Leave a Reply