মোঃ শাহিনুর ইসলাম কাশিমপুর-কোনাবাড়ী(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে আলোচিত নাসির পালোয়ান হত্যা মামলার আসামী মিনহাজ নামের এক আসামীকে আটক করেছে RAB-1 ।
পুলিশ সূত্রে জানা যায় এজাহারনামীয় ০৩ নং আসামী মোঃ মিনহাজ শেখ (২৫)কে গ্রেফতার করেছে RAB-1 ।
গ্রেফতারকৃত আসামী টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ভোলার পাড়া গ্রামের মোঃ রমজান আলীর পুত্র। সে নগরের কোনাবাড়ীর জরুন এলাকার এক বাসার ভাড়াটিয়া।জানা যায় ০২/০৮/২০২৫ ইং তারিখ সকাল অনুমান ১১.১০ ঘটিকার সময় গাজীপুর মহানগর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা হইতে RAB-1 সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর কর্তৃক গ্রেফতার করা হয়।পরে সাড়ে ১২ টায় কোনাবাড়ী থানায় সোপর্দ করলে আসামীকে থানায় প্রাপ্ত হইয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।এই বিষয়ে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ সালাহ উদ্দিন জানান RAB-1 উক্ত আসামীকে গ্রেফতার করে কোনাবাড়ী থানায় সোপর্দ করেছে।পরে দুপুর ২ টায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply