আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা সদরের বাবুলিয়া পোস্ট অফিসের পোস্ট মাষ্টারের বিরুদ্ধে এক মানসিক প্রতিবন্ধী শিশুকে খাবার খেতে দেওয়ার প্রলোভন দেখিয়ে অফিসে ডেকে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৩ আগষ্ট) সাতক্ষীরা সদরের বাবুলিয়া পোস্ট অফিসে এই ঘটনা ঘটে।
স্থানীয় মুদীদোকানদার জানায় তিনি ঘটনা শুনে তাত্ক্ষণিক শিশুটির কাছে জানতে চায়লে সে জানায় যে অফিস কক্ষ ঝাড়ু দেওয়ার জন্য তাকে ডেকে নিয়ে যায় দশটাকা হাতে ধরিয়ে দেয় এক পর্যায়ে ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেলে তখন ঐ পোস্ট মাষ্টার তার পরনের থাকা কাপড় খুলতে।
ঘটনাটি প্রকাশ হলেই তাত্ক্ষণিকভাবে এলাকাবাসী পোস্ট অফিস এরিয়া ঘিরে রাখে, পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়, এলাকার সচেতন মহল বিষয় টি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি অবহিত হওয়ার পর পুলিশ অভিযুক্ত কে সেভ করে থানায় নিয়ে আসে।
Leave a Reply