মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :
নাটোরের গুরুদাসপুরে ভুয়া এনএসআই কর্মকর্তা সেজে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করার সময় হাতেনাতে আটক হয়েছেন নাজমুল হাসান নামের এক যুবক। শনিবার (৩ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা খাদ্য কর্মকর্তার নিকট থেকে চাঁদার অর্থ নিতে গেলে সেনাবাহিনী ও এনএসআই’র যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
আটক নাজমুল হাসান গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈড় এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ মকবুল হোসেন একজন পশু চিকিৎসক। তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে, যাতে নিজেকে এনএসআই কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল উপজেলা খাদ্য কর্মকর্তার কাছে গিয়ে ডিসি ও এসপি’র জন্য বাজার খরচের কথা বলে ৫ লক্ষ টাকা দাবি করে। গোয়েন্দা সংস্থার কাছে আগেই এই প্রতারকের তথ্য ছিল। পূর্ব প্রস্তুতি অনুযায়ী সেনাবাহিনীর টহল দল ও এনএসআই সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তথ্যানুযায়ী, নাজমুল একসময় বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৭৭তম লং কোর্সে অফিসার ক্যাডেট ছিলেন, তবে শৃঙ্খলাজনিত কারণে ৬ মাস পরই তাকে কোর্স থেকে প্রত্যাহার করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply