খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মো. শাহজাহান খানের সহধর্মিণী আনোয়ারা খানম।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আনোয়ারা খানমকে জেলা মহিলা দলের নেতৃত্বের দায়িত্ব প্রদান করা হয়েছে।
আনোয়ারা খানম দীর্ঘদিন ধরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর স্বামী মরহুম মো. শাহজাহান খান বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে এলাকাবাসীর ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন।
দলীয় সূত্র জানায়, নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি হিসেবে আনোয়ারা খানম জেলা মহিলা দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করার পাশাপাশি দলীয় আদর্শ ও নীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। তাঁর নেতৃত্বে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দল নতুন উদ্যমে সামনে এগিয়ে যাবে বলে আশা করছে কেন্দ্রীয় কমিটি।
Leave a Reply