মিরপুর প্রতিনিধি
রাজধানীর মিরপুর ২ নম্বর কাঁচা বাজার রাস্তায় একসাথে একাধিক পানির লাইনে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী ফরাজী মুক্তার ও স্বেচ্ছাসেবক দলের নাচু উল্লাহ নাচু গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হঠাৎ পানির লাইনে বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে মিরপুর ১০ নম্বর আজমল হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী ও সাধারণ মানুষের অভিযোগ, নিকটবর্তী গার্মেন্টস ফ্যাক্টরির কেমিক্যাল ও ময়লা-আবর্জনার কারণে গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটতে পারে।
আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান। এছাড়া মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ জিন্না, সদস্য জুয়েল শিকদার, তাইজুল ইসলাম বাবুল, মনির হোসেন, জাহিদসহ থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ
Leave a Reply