ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার :
মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ এ অবস্থিত মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে বুধবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৫০০-৭০০ জনের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জিনাত ফারহানা। বক্তব্যে তিনি জুলাই-আগস্ট আন্দোলনে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে জানান, সে সময় শিক্ষার্থীরাও রাজপথে সক্রিয় ছিল। পাশাপাশি বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা নিরসনে প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন।
প্রতিষ্ঠান সভাপতি মোকসেদুর রহমান আবির বলেন, “আমরা জুলাই-আগস্টে মিরপুরের সম্মুখযোদ্ধাদের নিয়ে আজকের এই আয়োজন করছি। আমরাও ১০ নম্বর গোল চত্বরে আন্দোলনে মাঠে ছিলাম।” তিনি বিদ্যালয়ের সমস্যাগুলো সমাধানের জন্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা আখতার, মাননীয় উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তিনি জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনে অনেক মায়ের বুক খালি হয়েছে। তাদের আত্মত্যাগের কারণেই আমরা নতুন করে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তোমরাই নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা— এগিয়ে যাও।” তিনি বিদ্যালয়ের সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও সচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
জনাব মোশফিকুর রহমান জোহান, সহ-সমন্বক, মায়ের ডাক
জনাব মোঃ আব্দুল মান্নান, অভিভাবক সদস্য
জনাব ডঃ মোস্তারী আহমেদ, অধ্যক্ষ, মীরপুর গার্লস আইডিয়াল কলেজ
জনাব মোত্তাসিম বিল্লাহ মাসুম, সম্পাদক, লিগ্যাল সেল ও সাবেক সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
শিক্ষার্থী সামিয়া সজিব তনিমা ও আল ত্বীন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রুবিনা কামাল ও মোঃ সেলিম রেজা।
Leave a Reply