খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
জাতীয়তাবাদী মৎস্যজীবী দল গলাচিপা পৌর শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে সংগঠনের পটুয়াখালী জেলা শাখা।
জেলা শাখার সভাপতি একেএম শফিকুল ইসলাম (ভিপি শাহিন) গতকাল ১৪ আগস্ট এ নোটিশ জারি করেন। নোটিশে উল্লেখ করা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা, দখলবাজি, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক ও খারাপ আচরণের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের সুনাম নষ্টকারী বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, উল্লিখিত অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না— তা লিখিতভাবে জানাতে নোটিশ প্রাপ্তির দুই দিনের মধ্যে কারণ দর্শাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এতে অনেকে মনে করছেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ প্রয়োজনীয় ও ইতিবাচক। অন্যদিকে, কিছু নেতাকর্মী এটিকে অনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন।
Leave a Reply