শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত গলাচিপায় নদী ভাঙনে সড়ক বিলীন হওয়ার শঙ্কায় মানববন্ধন বিজিএমইএ ও স্ট্যানলি স্টেলার বৈঠক: টেকসই উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতায় অঙ্গীকার রাঙ্গাবালীতে দশ দিনব্যাপী আনসার-বিডিপি প্রশিক্ষণ চলছে রাজনৈতিক সমঝোতার সংকটে বাংলাদেশ—অর্থনীতি ও জনআস্থা কোথায় দাঁড়িয়ে বগুড়ায় মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এএসপির সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের আলোচনা কিশোরগঞ্জ উপজেলা কে মডেল উপজেলা হিসেবে গড়তে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মত বিনিময় সভা অনুষ্ঠিত নভেম্বরে জেদ্দায় পঞ্চম বার্ষিক হজ সম্মেলন এবং প্রদর্শনী অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা জেলা গড়াইটুপি ইউনিয়ন সড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জামায়াতে ইসলামীর বিজয় রাজশাহী দুর্গাপুরে খাদ্যগুদাম থেকে নিম্নমানের চাল উদ্ধার ৩ জনকে বদলির পর মামলা

মাদক বিরোধী গনমিছিল ও আলোচনা সভা কচুয়া বড়দৈল গ্রামে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

কচুয়া প্রতিনিধি –
মোঃ দিদারুল ইসলাম

“চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ার বড়দৈল গ্রামে উদ্দীপ্ত তরুণ সংঘের আয়োজনে মঙ্গলবার বিকেলে মাদক বিরোধী গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গণমিছিলটি বড়দৈল বাজার থেকে শুরু হয়ে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজারে এসে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্লোগান দেন— “মাদক নয়, শিক্ষা চাই”, “মাদক জীবন ধ্বংস করে”, “মাদককে না বলুন” ইত্যাদি।
পরবর্তীতে বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন—বড়দৈল উদ্দীপ্ত তরুণ সংঘের সভাপতি মোঃ শোয়াইব মাহমুদ,তাহরিকে খতমে নবুওয়াত কচুয়া শাখা আহ্বায়ক ফারুক সরকার, খিদমা ফাউন্ডেশনের সভাপতি মোঃ নিজাম উদ্দিন,উদ্দীপ্ত তরুণ সংঘের সাধারণ সম্পাদক মোঃ তানিম খান,অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দিন মিয়াজী,মোঃ শাহাদাত মিয়াজী,শরিফ ফরাজি,মোঃ সিহাব মিয়াজী মোঃ নাইম খান,মোঃ সাইফুর রহমান,মোঃ ফয়েজ আহমেদ মোঃ হাবিব মোঃ ওসমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “মাদক শুধু একজনকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
এসময় বক্তারা তরুণ সমাজকে ক্রীড়া, সাংস্কৃতিক কার্যক্রম ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
মাদক বিরোধী গণমিছিল ও সভায় বড়দৈল গ্রামের কয়েক শতাধিক -পুরুষ, যুবক-ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সবাই মিলে মাদক নির্মূলের অঙ্গীকার গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com