ঢাকা জেলা ষ্টাফ রিপোর্টার –
সৈয়দ উসামা বিন শিহাব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক র ভুহমান বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিজয় ঠেকাতে কেউ কেউ নানা ধরনের অপকৌশল ও শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন। এ ধরনের পদক্ষেপ গণতন্ত্রের উত্তরণকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এক বক্তব্যে তিনি বলেন, “যারা মনে করছেন জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, তাদের উদ্দেশে বলছি—রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করুন। জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না।”
তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা গণতন্ত্রের স্বাভাবিক ধারাকে বাধাগ্রস্ত করছে। তিনি সতর্ক করে বলেন, “এভাবে চলতে থাকলে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার বা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ পেতে পারে।”
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি আরও বলেন, মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ-সংক্রান্ত বিষয়ে সকল দলের ঐকমত্য ও ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।
তারেক রহমানের মতে, গণতান্ত্রিক দলগুলোর পারস্পরিক বিরোধ এমন পর্যায়ে নেওয়া উচিত নয়, যাতে পরাজিত স্বৈরাচার বা ফ্যাসিবাদ সেই বিরোধকে পুঁজি করে নিজেদের অপকর্মকে ন্যায্যতা দেওয়ার সুযোগ পায়।
Leave a Reply