মো:মাজেদুল ইসলাম, জেলা প্রতিনিধি,জামালপুর
জামালপুর জেলা বিএনপির সম্মেলন উৎসব মুখর পরিবেশে আজ ২৩ আগষ্ট, দীর্ঘ ৯ বছর পরে অনুষ্ঠিত হয়েছে। আজ সারাদিন ব্যাপি হাজার হাজার তৃণমূল নেতাকর্মীর উপস্থিতিতে লুইস ভিলেজের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু,
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক হাবিব উন নবী খান সোহেলসহ কেন্দ্রীয় এক ঝাঁক নেতাকর্মীরা।
প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে নানা জল্পনা -কল্পনার অবসান ঘটিয়ে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, জেলা বিএনপিকে এক ছাতার নিচে এনে, ১২ সদস্যের কমিটির নাম ঘোষণা করেন হাবিব উন নবী খান সোহেল।
জামালপুর জেলা বিএনপির সম্মেলনে দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির ১২ সদস্যে যাদের নাম ঘোষণা করা হয়। সভাপতি হিসাবে আবারো নির্বাচিত হয়ে দায়িত্ব পেয়েছেন- ফরিদুল কবির তালুকদার শামীম , সাধারণ সম্পাদক হিসাবে কমিটিতে আবারো দায়িত্ব পেয়েছেন শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন, সিনিয়র সহ-সভাপতি লোকমান আহাম্মেদ লোটন, সহ সভাপতি – শামীম আহমেদ, শহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক খন্দকার আসাদুজ্জামান রুমেল, যুগ্ম- সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, মুস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, সফিকুল ইসলাম খান সজিব, আরিফ হোসেন খান মাহাজসহ নবনির্বাচিত ১২ সদস্য’র নাম ঘোষণা করা হয়। ঐক্যবদ্ধ জামালপুর বিএনপিকে এক পতাকা তলে থাকার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের নেতাকর্মিরা৷
Leave a Reply