মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।
আগামীকাল ২৪ আগষ্ট হাইওয়ে থানা পুলিশ অধীনে এবং হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক অলিপুর এলাকায় একই ছাদের নিচে পুলিশের দু’টি ক্যাম্প আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে যাচ্ছে দেশের অন্যতম শিল্প এলাকা হবিগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পার্ক , শায়েস্তাগঞ্জ উপজেলায় অলিপুর । এ উপজেলার ব্রামণডুরা ইউনিয়নে অলিপুর এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি ইউনিটের চাহিদা ছিল দীর্ঘ দিনের। অবশেষে উপজেলার অলিপুর বাসীর প্রাণের দাবি পূরণ হচ্ছে হাইওয়ে পুলিশের সিলেট রিজিওনের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম এর দূরদর্শী পরিকল্পনায়। সিলেট – ঢাকা মহাসড়কের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার এবং শায়েস্তাগঞ্জ উপজেলা বেশ কিছু নতুন ও পুরনো শিল্প এলাকা গড়ে উঠে । এই মহাসড়কে মাধবপুর এবং শায়েস্তাগঞ্জ উপজেলার দুই পাশ ঘেঁষে রয়েছে দেশের একাধিক শিল্প প্রতিষ্ঠান। সিলেট বিভাগে একমাত্র প্রবেশ পথ হওয়ায় প্রতিদিন এই মহাসড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর কেন্দ্রিক নিয়মিত যানজট , সড়ক দুর্ঘটনা এবং চুরি ছিনতাই ছিল নিত্য দিনের ঘটনা । এছাড়া উক্ত এলাকায় অবস্থিত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ( প্রাণ আর এফ এল গ্রুপ ) , স্কয়ার ডেনিশ , বাদশা গ্রুপ , স্টার সিরামিক , নেরোলোক পেইন্ট , আকিজ গ্রুপ , সায়হাম গ্রুপ , যমুনা গ্রুপ , বি এইচ এল, ম্যাটাডোর ও তাপ্রিড কটন। প্রায় অর্ধ লক্ষাধিক কর্মী কাজ করে ওই শিল্প প্রতিষ্ঠান গুলোতে । এর মধ্যে প্রাণ আর এফ এল কর্মী প্রায় দিবারাত্রি প্রায় ২৫ হাজার শ্রমিক কাজ করে । চলতি জুলাই মাস পর্যন্ত অলিপুর ছিল অর্ধ শতাধিক অবৈধ দখলদারদের আনাগোনা একটি বস্তির মত এলাকা । সেখানে মাত্র ৩৭ দিনের ব্যবধানে তৈরি হয়েছে অনিন্দ্য সুন্দর পুলিশ ক্যাম্প স্থাপনা। এ স্থাপনায় সার্বিক সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা, এসআই নজরুল ইসলাম সহ সকল পুলিশ সদস্য । এ স্থাপনা বাস্তবতায় মালিক ও ব্যবসায়ীদের নিরাপত্তার মৌলিক অধিকার । তারা এই পুলিশ স্থাপনা কে দেখছেন একটি বিরল ঘটনা হিসেবে । স্থানীয়রা বলেন , এই স্থাপনার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ও কর্মকান্ড । এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন , শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা অধীনে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় পুলিশের দু’টি ক্যাম্প আগামীকাল ২৪ আগষ্ট রবিবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করবে । সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনায় স্থানীয় শিল্প মালিক , পরিবহন মালিক ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় এই দৃষ্টি নন্দন পুলিশ স্থাপনাটি তৈরির কাজে উৎসাহ দেয়ার জন্য হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ দেলোয়ার হোসেন মিয়া এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি
Leave a Reply