শিরোনাম :
চীনা নাগরিকের ছিনতাই হওয়া টাকা উদ্ধার রূপনগরে নতুন পানির পাম্প উদ্বোধন ডিমলায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ নুরের ওপর হামলার প্রতিবাদে ও জাপা নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন সন্দ্বীপে বিজয় টিভির সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় অভিযোগ। প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি – আমিনুল হক শীর্ষ নেতা নুরু ভাইয়ের উপর পুলিশ-সেনা হামলা: তীব্র নিন্দার ঝড় ঝিনাইদহের নবীন শিল্পী শামীমকে নতুন মোবাইল উপহার দিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। জাপা-গণঅধিকার পরিষদ সংঘর্ষে ভোরের কাগজের সাংবাদিক মারুফ আহত

২০ বছরেও চর কলাতলী পুলিশ তদন্ত কেন্দ্রে উন্নয়নের ছোঁয়া লাগেনি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭৯ বার পঠিত

বর্ষায় জোয়ারের পানিতে তলিয়ে যায় ঘর, মানবেতর জীবনযাপন পুলিশ সদস্যদের

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।

ভোলা জেলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর কলাতলীতে বসবাস করছে প্রায় ২২ থেকে ২৫ হাজার মানুষ। দ্বীপের আইনশৃঙ্খলা রক্ষায় ২০০৫ সালে চর কলাতলী পুলিশ তদন্ত কেন্দ্র অনুমোদন পেলেও দীর্ঘ ২০ বছরেও এখানে আধুনিক কোনো ভবন নির্মাণ হয়নি। এখনো আশ্রয়ন প্রকল্পের মাত্র তিনটি কক্ষে কার্যক্রম চালাচ্ছে এ তদন্ত কেন্দ্র।

বেড়িবাঁধ না থাকায় বর্ষাকালে প্রতিবার জোয়ারের পানিতে তলিয়ে যায় পুরো তদন্ত কেন্দ্র। এতে পুলিশ সদস্যদের বিছানা, আসবাবপত্র, এমনকি প্রয়োজনীয় কাগজপত্র ভিজে যায়। নিচু জায়গায় অবস্থিত হওয়ায় রান্নার কোনো ব্যবস্থা নেই, অস্ত্র-সরঞ্জাম নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে সবসময়।

স্থানীয় ব্যবসায়ী হাসান বলেন, “২০ বছর আগে পুলিশ ফাঁড়ি চালু হলেও এখনো কোনো উন্নয়ন হয়নি। বর্ষাকালে পুলিশ সদস্যদের পানিতে দাঁড়িয়ে থাকতে দেখেছি। একটি আধুনিক ভবন হলে তারা নিরাপদে থাকতে পারবেন।”

চর কলাতলী তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল জানান, “২০০৫ সাল থেকে কার্যক্রম চলছে। কিন্তু বেড়িবাঁধের অভাবে বর্ষায় প্রতিটি ঘর পানিতে ডুবে যায়। এতে পুলিশ সদস্যরা মানবেতর জীবনযাপন করছে। আশা করছি, ডিআইজি স্যার শীঘ্রই ব্যবস্থা নেবেন।”

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির বলেন, “চর কলাতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উন্নয়নকল্পে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন। আগামী মাসের মধ্যে নতুন ভবনের জন্য বরাদ্দ আসার সম্ভাবনা রয়েছে।”

স্থানীয়রা দ্রুত একটি আধুনিক পুলিশ ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এটি শুধু পুলিশ সদস্যদের নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নত করবে না, বরং পুরো অঞ্চলের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com