 
																
								
                                    
									
                                 
							
							 
                    
রাজশাহী প্রতিনিধি:
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে রাজশাহীতে প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর পাঠানপাড়া সীমান্তে নোঙরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও এনেস্থেসিয়া বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
এসময় তিনি বলেন, “শিক্ষক সমাজ দেশের আলোকবর্তিকা। বঞ্চিত শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যের বিকল্প নেই।”
সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক মুসলিম জাহান বলেন, “বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার। মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি এবং কনসালটেশন কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন করে ৫ হাজার বঞ্চিত বিদ্যালয় জাতীয়করণের ব্যবস্থা গ্রহণ জরুরি।”
আরেক সমন্বয়ক ওহিদুজ্জামান মিলন বলেন, “আমরা অন্যের শিশুকে পাঠদান করালেও নিজেদের ভাগ্যের উন্নয়ন হয়নি। জাতীয়করণের বাইরে থাকা শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। এজন্য প্রধান উপদেষ্টার একান্ত হস্তক্ষেপ প্রয়োজন।”
শিক্ষক নেতারা অভিযোগ করেন, ২০১৩ সালে ঘোষণার পরও রাজনৈতিক প্রতিহিংসার কারণে বঞ্চিত বিদ্যালয় গুলোকে সু কৌশলে, জাতীয়করণের বাইরে রাখা হয়েছে। এ অবস্থায় শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানান তারা।
বক্তারা জানান, আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত “বিশাল শিক্ষক সমাবেশ” সফল করার লক্ষ্যে এ বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে।
বক্তারা জোর দাবি জানান— প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটি কর্তৃক সুপারিশকৃত অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অবিলম্বে জাতীয়করণের ব্যবস্থা করা হোক।
কর্মসূচিতে বক্তব্য রাখেন— মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল মালেক, মোঃ ইফাজ উদ্দিন, মোঃ আজমুল হোসেন হারুনী (বুলবুল), মোঃ ইসমাইল হোসেন, মোঃ সবুজ আলী, মোসাঃ নাজিয়া খাতুন, মোঃ হুমায়ন রেজা, মোঃ রতন আলী, শাপলা, রিপন, রাজীব, হালিম, কাওছার, কালাম, মাজেদুল, গোপাল ও মুকসেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে প্রেরিত পত্র এবং ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী অনধিক ৫ হাজার বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে শিক্ষক সমাজ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
শিক্ষকরা অভিযোগ করেন, ২০১৩ সালে তৎকালীন সরকার সারাদেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তখন ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয় জাতীয়করণ হলেও অনধিক ৫ হাজার বিদ্যালয় বাদ পড়ে যায়। জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক দফা আন্দোলনের পর প্রধান উপদেষ্টা কার্যালয় উদ্যোগ নিলেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি হয়নি বলেও তারা অভিযোগ করেন।
Leave a Reply