সংবাদদাতা মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশ কতৃক/১৫-কেজি গাঁজা সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে।আজ(১৩/০৯/২০২৫)সেপ্টেম্বর রাত ০৩.৪৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী বিশেষ অভিযানে পরিচালনাকালীন অএ থানাধীন পৌরসভাস্হ আখাউড়া দেবগ্রাম এলাকা হইতে ০১ জন মাদক কারবারী কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে /১৫-কেজি গাঁজা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূল জব্দ করে।
আখাউড়া এলাকাবাসী বলেন দীর্ঘদিন ধরে, মাদক কেনাবেচা করে যাচ্ছে। আরো বলেন, আমাদের এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, মাদক কারবারীদের জন্য।এই মাদক কারবারীদের সাথে যারা জড়িত আছে,তাদেরকে আইনের আওতায় আনা হওক।এবং এলাকাবাসী আরো বলেন, মাধক কারবারী দের সাথে যারা জড়িত আছে।তাদেরকে দ্রুত কঠিন বিচারের দাবি জানাচ্ছে।
গ্রেফতারকৃত আসামিদের নাম ঠিকানা।
১/মো:কাসেম মিয়া(৪৪)
পিতা-মৃত সৈয়দুর রহমান
সাং -দেবগ্রাম
থানা -আখাউড়া
জেলা -ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজ করা হয়েছে।
Leave a Reply