ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার:
সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলার ৩নং ধলীগৌরনগর ইউনিয়ন (পূর্ব শাখা) বিএনপি’র সভাপতি আলহাজ্ব ইউসুফ মেম্বারকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৫ রাজধানীর সেগুনবাগিচায় জম কালো আয়োজনে অনুষ্ঠিত হওয়া এক অনুষ্ঠানে এই সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এর আগে এই বিএনপি নেতাকে “সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সংগঠনটির চেয়ারম্যান এম. এ. করিম চৌধুরী স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে জানানো হয়, সমাজ, সংস্কৃতি, মানবাধিকার ও সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ বছর বিভিন্ন খাত থেকে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় তাকে এ পুরুষ্কার দেওয়া হয়।
উল্লেখ্য, দেশ-বিদেশের খ্যাতিমান সাংবাদিক,রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, সাহিত্যিক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অ্যাওয়ার্ড পেয়ে গণমাধ্যমকে আলহাজ্ব ইউসুফ মেম্বার জানান – বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ৩ আসনের অভিভাবক জননন্দিত নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আমাকে বলেছেন মানুষের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখতে। তার আদর্শের রাজনীতি ও সমাজসেবা করার কারণে আজকে এই সংগঠনটি আমাকে পুরস্কৃত করেছে। ইনশাল্লাহ আমি প্রিয় নেতার নির্দেশে সব সময় সাধারণ মানুষের পাশে থাকবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি।
Leave a Reply