মোঃ বকুল মিয়া
ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪০ বোতল দেশী চোলাই মদ সহ মতিলাল রবি দাস ও ফারুক ইসলাম নামে দুইজনকে গ্রেফতার করেন পুলিশ।
আখাউড়ারা থানা পুলিশের অভিযানকালে এসআই স্বপন কুমার ভৌমিক ও সঙ্গীয় ফোর্স এবং আখাউড়া উপজেলা অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পের অফিসার ও সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযানে গতকাল রাত ৯টা.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ৩নং মোগড়া ইউপির ৪নং ওয়ার্ডের মোগড়া বাজার মতি লাল রবি দাস এর বসতঘর হইতে ৪০বোতল দেশীয় তৈরি চোলাই মদ সহ আখাউড়ার মোগড়া বাজার এর মৃত রাম কুমার রবি দাস এর ছেলে মতিলাল রবি দাস ও আখাউড়া
কর্নেলবাজার খলাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ফারুক ইসলাম।এদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত দেশীয় তৈরী চোলাই মদ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এবং গ্রেফতারকৃত আসামী দের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply