আমতলী (বরগুনা) প্রতিনিধি: মোঃ নেছার উদ্দিন
বরগুনার আমতলী উপজেলায় অবৈধভাবে সার মজুদের অভিযোগে হেনা আক্তার বুলবুল নামের এক নারী ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি হলদিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর (রবিবার) আমতলী থানাধীন উত্তর তক্তাবুনিয়া ২নং ওয়ার্ডের মজনু চৌকিদারের বাড়ি থেকে ডিলারশিপ ছাড়া অবৈধভাবে মজুদ করা ৬২ বস্তা বিভিন্ন প্রকার সার জব্দ করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন হেনা আক্তার বুলবুল।
অবশেষে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
এদিকে, গত ১৩ সেপ্টেম্বর একই এলাকায় ক্যারাম বোর্ড খেলা নিয়ে মারামারির ঘটনায় দায়ের করা অপর এক মামলাতেও তিনি আসামি বলে পুলিশ নিশ্চিত করেছে।
Leave a Reply