খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কাঠামো অটুট রাখার ওপর জোর দিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির বাইরে কোনো ধরনের একক সিদ্ধান্ত বা ব্যক্তিগত উদ্যোগে কর্মসূচি না দেওয়ার জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন বলেন, আন্দোলন-সংগ্রামে সাফল্য আনতে হলে সকল স্তরের নেতাকর্মীদেরকে শৃঙ্খলা ও আনুগত্য বজায় রাখতে হবে। তিনি স্পষ্ট করে জানান, জেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা-কর্মী স্বাধীনভাবে সভা, সমাবেশ বা অন্য কোনো কর্মসূচি ঘোষণা করতে পারবেন না। কেন্দ্রীয় সিদ্ধান্তই হবে সর্বশেষ নির্দেশনা।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জনগণের ন্যায়সঙ্গত দাবি ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলনকে এগিয়ে নিতে নেতাকর্মীদের ধৈর্য, দায়িত্ববোধ ও সাংগঠনিক দক্ষতা প্রদর্শন করতে হবে। আন্দোলনকে বেগবান করতে জনগণের পাশে থেকে বিএনপি নেতাকর্মীদের মানবিকতা, ঐক্য ও সাহসিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানানো হয়।
এ্যাডভোকেট টোটন বলেন, এই নির্দেশনা অমান্য করলে দলীয় শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হবে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, পটুয়াখালী জেলা থেকে শুরু করে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল কমিটিকে এ নির্দেশনা কঠোরভাবে পালনের করতে হবে।
Leave a Reply