স্টাফ রিপোর্টার হেবজুল ২০/৯/২৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর উত্তর পাড়ার খন্দকার বাড়ির পুকুর থেকে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে।
জানা যায়, উপজেলার লাউর ফতেহপুর উত্তর পাড়ার আবুল হাসনাতের কলেজ পড়ুয়া কন্যা ফারজানা আক্তার জুঁই গত দুইদিন যাবৎ নিখোঁজ ছিল। এই ঘটনায় গত বৃহস্পতিবার নবীনগর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন তার বাবা। গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে কচুরিপানার আড়ালে লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে পুকুরের পানি থেকে লাশটি উপরে তুলে আনলে পরিবারের লোকজন সেটি ফারজানা আক্তার জুঁইয়ের লাশ বলে শনাক্ত করেন। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন।
ওসি শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা পোস্টমর্টেম রিপোর্ট আসলে বোঝা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply