শিরোনাম :
ধোবাউড়ায় মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ধোবাউড়ায় পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে জিআর চাল বিতরণ কক্সবাজার রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে ১ লাখ ২৪ হাজার ইয়াবাসহ যুবক আটক শারদীয় দুর্গাপূজা ঘিরে যশোরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা — চার সেক্টরে স্ট্রাইকিং টিম, ৪০ মোবাইল টিম, ১৭২ মোটরসাইকেল টিম মাঠে; সাইবার ক্রাইম টিমও থাকবে ২৪ ঘণ্টা তৎপর ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি *আজমতপুর সীমান্তে যৌথ অভিযানে ০১টি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি এবং ০২টি ম্যাগাজিন আটক প্রসংগে।* ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ১৯ (ঊনিশ) জন ব্যক্তি আটক। ঝিনাইদহের কালীগঞ্জে ধর্ষনের শিকার সংখ্যালঘু নারী, ধর্ষক পলাতক জাতীয় দিবসে সৌদি আরবে অর্জিত সাফল্যের জন্য বাদশাহ সালমান ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন।

ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ১৯ (ঊনিশ) জন ব্যক্তি আটক।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মোঃ মুকুল হক স্টাফ রিপোর্টার চাপাইনবাবগঞ্জ।

১। অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আনুমানিক বিকাল ৫.০০ ঘটিকার সময় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের চামুচা এবং চাঁনশিকারী বিওপি’র মধ্যবর্তী এলাকা দিয়ে ১৯ জন (পুরুষ-১০, নারী-০৬, শিশু-০৩) নাগরিককে প্রতিপক্ষ ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা পুশইন করে। পরবর্তীতে চামুচা ও চাঁনশিকারী বিওপি’র টহলদল তাদেরকে সীমান্ত এলাকায় আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত নাম ও ঠিকানা নিম্নরূপঃ

ক। মোঃ আসাদুল ইসলাম (৩৩), পিতা-মোঃ সালাম শেখ, গ্রাম-চরআষাড়িয়াদহ, ডাকঘর-চরআষাড়িয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।
খ। মোঃ দেলোয়ার হোসেন (২৮), পিতা-মোঃ মনিরুল ইসলাম, গ্রাম-শ্রীরামপুর, ডাকঘর-গোগ্রাম, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।
গ। মোঃ আরিফ হোসেন (৩৮), পিতা-মোঃ রওশেদ আলী মন্ডল, গ্রাম-আড়সিংরী পুকুরিয়া, ডাকঘর-সুখ পুকুরিয়া, থানা-চৌগাছা, জেলা-যশোর।
ঘ। আব্দুর রহমান (৩৭), পিতা-নুরুল ইসলাম, গ্রাম-চরখি কমলা, ডাকঘর-চরখি কমলা, থানা-বালিয়াকান্দী, জেলা-রাজবাড়ী।
ঙ। মোঃ হযরত আলী (২৮), পিতা-বদরুজ্জামান, গ্রাম-মালকামলা, ডাকঘর-গোদাগাড়ী, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।
চ। সয়ন সিকদার (২২), পিতা-মৃত শিবু দাস সিকদার, গ্রাম-নতুনগ্রাম, ডাকঘর-গাংনী, থানা-মাগুরা, জেলা-মাগুরা।
ছ। মোঃ লুৎফর রহমান (৩৮), পিতা-মোঃ আমজাদ আলী, গ্রাম-নরেন্দ্রপুর, ডাকঘর-চরহরিষপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
জ। জান্নাতুল ফেরদৌস (২৬), পিতা-মোঃ গোলাম মোস্তফা, গ্রাম-ঘোপখালী, ডাকঘর- পুকুরজানা, থানা- খুলনা, জেলা- খুলনা।
ঝ। সুমি (২৫), পিতা- বাবুল হোসেন, গ্রাম-নবীনগর, ডাকঘর-নবীনগর, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা।
ঞ। আব্দুল্লাহ্ (০২ মাস), পিতা-সুজন, গ্রাম-নবীনগর, ডাকঘর-নবীনগর, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা।
ট। এবি আব্দুল মোতালেব (৪৭), পিতা-মোঃ হোসেন আলী, গ্রাম-দাসিয়াছড়া কালির হাট হাজিপাড়া, ডাকঘর-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।
ঠ। মেহেদুল ইসলাম (২৩), পিতা-এমবি আব্দুল মোতালেব, গ্রাম-দাসিয়াছড়া কালির হাট হাজিপাড়া, ডাকঘর-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।
ড। মোকছেদুল হক (৩০), পিতা-শামছ উদ্দীন হক, গ্রাম-দাসিয়াছড়া কালির হাট হাজিপাড়া, ডাকঘর-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।
ঢ। মুর্শিদা বিবি (৩৭), পিতা- মুননাফ খন্দকার, গ্রাম-দাসিয়াছড়া কালির হাট হাজিপাড়া, ডাকঘর-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।
ণ। শরিফা বেগম (২৫), পিতা-আবু তাহের খন্দকার, গ্রাম-দাসিয়াছড়া কালির হাট হাজিপাড়া, ডাকঘর-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।
ত। রমজান হক (০৩), পিতা-মোকছেদুল হক, গ্রাম-দাসিয়াছড়া কালির হাট হাজিপাড়া, ডাকঘর-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।
থ। রেহেনা বেগম (৫৫), পিতা-দোলা মিয়া শেখ, গ্রাম-কতুয়ালী, ডাকঘর-কালীয়া, থানা-কালীয়া, জেলা-নড়াইল।
দ। শাপলা আক্তার (২১), পিতা-গিয়াস উদ্দীন, গ্রাম-গড়পয়ারী, ডাকঘর-গড়পয়ারী, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ।
ধ। রুহি আক্তার (০২), পিতা-মারুফ হোসেন, গ্রাম-গড়পয়ারী, ডাকঘর-গড়পয়ারী, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ।

২। আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ২০১৫ হতে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং ভারতীয় পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে পুলিশ তাদেরকে ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ এর নিকট হস্তান্তর করে। পরবর্তীতে প্রতিপক্ষ কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প কর্তৃক তাদেরকে বাংলাদেশে পুশইন করা হয়। আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com