মোঃ বকুল মিয়া
ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক বিপুল পরিমান চোরাচালানকৃত মালামাল উদ্ধার সহ ০২ জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনাকালীন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানাধীন পশ্চিম মেড্ডা এলাকা হইতে ০২ জন চোরাকারবারী কে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ভারতীয় Nestle KitKat ২১,৩৭৬(একুশ হাজার তিনশত ছিয়াত্তর) পিস, ভারতীয় POLO THE MINT WITH THE HOLE ৫,৭৪০ (পাঁচ হাজার সাতশত চল্লিশ) পিস,ভারতীয় GARNIER FACE WASH ৫৫০(পাঁচশত পঞ্চাশ) পিস,ভারতীয় Alphenliebe CREAM ২৪৪৮(দুই হাজার চারশত আটচল্লিশ) পিস, ভারতীয় Alphenliebe CARAMEL TOFFEE ১৯৪৪(এক হাজার নয়শত চুয়াল্লিশ) পিস,ভারতীয় Junior Horlicks ৭০(সত্তর) পিস,ভারতীয় SNICKERS ১২,৬৬৪(বার হাজার ছয়শত চৌষট্টি) টি, Dairy Milk CHOOCOLATE ৬,৭৮০(ছয় হাজার সাতশত আশি) পিস, TOMATO KETCHUP ৯৬(ছিয়ানব্বই) পিস, উপরোক্ত চোরাচালানকৃত মালামাল সমূহের আনুমানিক বাজার মূল্য ১৩,১৬,১০০/-(তের লক্ষ ষোল হাজার একশত) টাকা, ট) ০১টি মিনি কাভার্ড ভ্যান সহ উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন সিলেট জেলার গোয়াইনঘাট থানার সুলতানপুর গ্রামের মজবিল এর ছেলে রাজু (২২) ও নারায়ণগঞ্জ আড়াইহাজার থানার চৈতনকান্দা গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে রাজু ইসলাম (২৫)।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply