
ফরহাদ মিয়াঃ হালুয়াঘাট-ধোবাউড়া প্রতিনিধি।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজারে বৃহস্প্রতিবার রাত ৮টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বৈদ্যুতিক বিভ্রাট (শর্ট সার্কিট) থেকে বাজারের একটি ইলেকট্রনিক্স ম্যাকানিক্সের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশের একটি বসতঘরে প্রবলভাবে দাউদাউ করে জ্বলতে থাকে।
অগ্নিকাণ্ডের সময় বাজারে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। তবে স্থানীয় জনগণ সাহসিকতার সঙ্গে এগিয়ে আসেন। আগুনের তীব্রতা দেখে আশপাশের মানুষ দ্রুত সতর্ক হয়ে পাশাপাশি থাকা আরও পাঁচটি দোকানের মূল্যবান মালামাল নিরাপদ স্থানে সরিয়ে ফেলেন। অনেকেই জীবন ঝুঁকি নিয়ে পানি ও অন্যান্য উপকরণ দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান।
খবর পেয়ে ধোবাউড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি ধোবাউড়া থানার পুলিশ বাহিনী, গোয়াতলা গ্রাম পুলিশ এবং স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের স্বেচ্ছাসেবক টিমও সক্রিয়ভাবে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। স্থানীয়দের সহযোগিতা না থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারত বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
এ ঘটনায় একটি ইলেকট্রনিক্স ম্যাকানিক্স দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। দোকানের সমস্ত যন্ত্রপাতি ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পাশের পাঁচটি দোকানের কিছু পণ্য আগুন নেভানোর চাপে ভেঙে যায় এবং অনেক মালামাল পানি পড়ে ভিজে নষ্ট হয়। আগুন লাগা বসতঘরের বিছানা, চাঁদর, লেপ-তোশকসহ অন্যান্য গৃহস্থালির জিনিসপত্রও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, গোয়াতলা বাজারে বারবার বিদ্যুতের ওঠানামা ও তারের অসাবধানতাপূর্ণ সংযোগের কারণে এমন দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত বাজারের বৈদ্যুতিক লাইন সংস্কারের দাবি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।
Leave a Reply