শিরোনাম :
রাংগাবালী আদালত পরিদর্শনে জেলা ও দায়রাজজ শহিদুল ইসলাম — অবকাঠামো উন্নয়ন ও মিনি কারাগার নির্মাণের আশ্বাস ঝিনাইদহের কালীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন ঝিনাইদহে গণমাধ্যম কর্মীদের টাইফয়েড টিকাদান কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ধুনট উপজেলা চ্যাম্পিয়ন ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের সরাসরি হস্তক্ষেপের প্রমাণ আছে : আমিনুল হক গলাচিপায় এনজিও কর্মীর দ্বারা নারী নির্যাতনের অভিযোগ, ভুক্তভোগীর বিচার দাবি রাজশাহী-৪ আসনে বিএনপির মনোনয়ন চান প্রয়াত মন্ত্রিপুত্র সানিয়াত শুভ সাংবাদিক মহিউদ্দিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও মানববন্ধন** সাংবাদিকদের ওপর হামলার ও মিথ্যা মামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাঙ্গাবালীতে নির্বাচনী সভায় মোশাররফ হোসেন, ভোট দিলে বেহেশত / এ কথা ধর্মের অপব‍্যহার।

সাংবাদিক মহিউদ্দিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও মানববন্ধন**

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

প্রতিবেদক: মোঃ রুবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া**

জাতীয় দৈনিক ভোরের চেতনার সাংবাদিক মহিউদ্দিনকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার (৭ অক্টোবর, ২০২৫) ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এনামুল হক আরিফ। তিনি তাঁর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাংলার মাটিতে আর কত সাংবাদিক নির্যাতিত হবে? আর কত মানববন্ধন করলে সাংবাদিক হত্যা বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হবে? সাংবাদিকরা প্রশাসনের পরিপূরক বন্ধু হতে চাইলেও, কিছু অসৎ কর্মকর্তার অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ যখন আমাদের কাছে আসে, তখন আমরা আর তাদের বন্ধু হয়ে থাকতে পারি না।” তিনি আরও বলেন, “আমার একটাই প্রশ্ন, আপনারা সবাই সাংবাদিকদের সাহায্য করবেন, যাতে তারা সত্য তুলে ধরতে পারে। সাংবাদিক মহিউদ্দিনের মতো আর কোনো সাংবাদিককে যেন প্রকাশ্যে হত্যার শিকার না হতে হয়।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জানে আলম রনি, সহ-সভাপতি শাহ আলম পালোয়ানসহ জেলা ও উপজেলার বিভিন্ন শাখার সদস্যবৃন্দ।

সাধারণ সম্পাদক মোঃ জানে আলম রনি সাংবাদিক মহিউদ্দিন হত্যার আসামিদের দ্রুত সাস্থির দাবি জানিয়ে বলেন, “এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশের ৬৪টি জেলার কোনো সাংবাদিক যেন নির্যাতনের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। জনগণের সামনে সন্ত্রাসীদের গ্রেফতার করে কঠিন শাস্তি দেওয়া হোক।”

সহ-সভাপতি শাহ আলম পালোয়ান তাঁর বক্তব্যে সাংবাদিক নির্যাতন বন্ধের জন্য প্রশাসনের কাছে জবাবদিহি দাবি করেন।

অর্থ সম্পাদক আলামিন খন্দকার বলেন, “আমরা সাংবাদিকরা ভাই ভাই। একজন সাংবাদিকের ক্ষতি হলে বাংলাদেশের ৬৪টি জেলাতেই বিক্ষোভ ও মানববন্ধন করব।”

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব সদর উপজেলার সদস্য বৃন্দ সরাইলের সাংবাদিক আবু তাহের এবং বিজয়নগরের সভাপতি মাসিকুর রহমান। মাসিকুর রহমান সাংবাদিক মহিউদ্দিন হত্যার আসামিদের অতি শীঘ্রই গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com