শিরোনাম :
রাংগাবালী আদালত পরিদর্শনে জেলা ও দায়রাজজ শহিদুল ইসলাম — অবকাঠামো উন্নয়ন ও মিনি কারাগার নির্মাণের আশ্বাস ঝিনাইদহের কালীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন ঝিনাইদহে গণমাধ্যম কর্মীদের টাইফয়েড টিকাদান কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ধুনট উপজেলা চ্যাম্পিয়ন ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের সরাসরি হস্তক্ষেপের প্রমাণ আছে : আমিনুল হক গলাচিপায় এনজিও কর্মীর দ্বারা নারী নির্যাতনের অভিযোগ, ভুক্তভোগীর বিচার দাবি রাজশাহী-৪ আসনে বিএনপির মনোনয়ন চান প্রয়াত মন্ত্রিপুত্র সানিয়াত শুভ সাংবাদিক মহিউদ্দিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও মানববন্ধন** সাংবাদিকদের ওপর হামলার ও মিথ্যা মামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাঙ্গাবালীতে নির্বাচনী সভায় মোশাররফ হোসেন, ভোট দিলে বেহেশত / এ কথা ধর্মের অপব‍্যহার।

গলাচিপায় এনজিও কর্মীর দ্বারা নারী নির্যাতনের অভিযোগ, ভুক্তভোগীর বিচার দাবি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামে সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নামের একটি এনজিওর মাঠ কর্মীর বিরুদ্ধে এক নারী সদস্যকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে এসডিএফ জেলে পরিবার নিয়ে ১২০ সদস্যবিশিষ্ট একটি সমিতি গঠন করে, যার সভাপতি মো. রুহুল আমিন প্যাদা। সমিতির সদস্যদের কাছ থেকে প্রতি পাক্ষিকে কিস্তি সংগ্রহের দায়িত্বে ছিলেন এসডিএফ মাঠ কর্মী এমদাদ হোসেন।

ভুক্তভোগী মোসা. তাহমিনা বেগম (৪৫) স্বামী মো. রত্তন গাজী তিনি জানান, গত ১৭ আগস্ট সকাল ১০টার দিকে এমদাদ সমিতির সভায় উপস্থিত হয়ে সদস্যদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও পাশ বই ছুড়ে মারেন। এ সময় প্রতিবাদ করলে এমদাদ প্রকাশ্যে তাকে থাপ্পড় মারেন। উপস্থিত সদস্যরা প্রতিবাদ করলে তিনি স্থান ত্যাগ করেন।

পরবর্তীতে সমিতির সদস্যরা বিষয়টি এসডিএফ গলাচিপা অফিসে অভিযোগ করলে ম্যানেজার এম. এ. সায়েম বিচার দেওয়ার আশ্বাস দেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন সদস্যরা।

তাহমিনা আরও জানান, ঘটনাটি জানাজানি হলে তার স্বামী রত্তন গাজী ক্ষুব্ধ হয়ে তাকে মারধর ও তালাকের হুমকি দেন, ফলে তাদের সংসার ভাঙনের মুখে পড়েছে। পরে তিনি গলাচিপা উপজেলা প্রেসক্লাবে এসে ঘটনার বিচার চান।

অভিযুক্ত মাঠ কর্মী এমদাদ বিষয়টি অস্বীকার করে মন্তব্য করতে রাজি হননি। তবে অফিস ম্যানেজার এম. এ. সায়েম বলেন, “আমি বিষয়টি জানি, দ্রুত মীমাংসার চেষ্টা করছি।”

ভুক্তভোগী তাহমিনা বেগম ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় তিনি নারী নির্যাতন আইনে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com