
সাভার প্রতিনিধি
বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেড ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সহ বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যৌথ উদ্যোগে সাভারের আড়াপাড়া এলাকায় উদ্বোধন করা হয়েছে একটি অবৈতনিক বিদ্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক আওরঙ্গজেব কামাল।
ঢাকা প্রেসক্লাবের সভাপতি কামাল বলে
অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছি, সহযোগিতা পেলে সারা দেশে এ কার্যক্রম বিস্তৃত করব।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার আলী।
এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।
খান সেলিম রহমান তার বক্তব্যে বলেন,
“এই অবৈতনিক বিদ্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু ও তরুণরা শিক্ষার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ পাবে। শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজে টিকে থাকা ও উন্নয়নের জন্য বাস্তব দক্ষতা অর্জনই আজকের সময়ের দাবি।”
তিনি আরও বলেন,
“আমরা চাই দেশের প্রতিটি গ্রামে-গঞ্জে এমন বিদ্যালয় গড়ে উঠুক, যেখানে কোনো শিশু আর দারিদ্র্যের কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। জাতির অগ্রগতির জন্য শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ শিহাব উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহীদুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক গণজমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মনির হোসেন বিশ্বাস, সহ-সম্পাদক সাব্বির আহমেদ, সমাজসেবা ফিল্ড অফিসার মোস্তাফিজুর রহমান, সংগঠনের অর্থ সম্পাদক মো. ইউনুছ আলী, কোহিনুর বেগম, শারমিন আক্তার, সীমান্ত, মো. ওবায়দুল ইসলাম, শাহনাজ আলম রোমানাসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, কলম ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বক্তারা জানান, শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং বঞ্চিত শিশুদের মূল ধারায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply