শিরোনাম :
কসবা থানা পুলিশ কর্তৃক ৪৭ (সাতচল্লিশ) বোতল বিদেশী মদ ও ১ টি অটো রিক্সা উদ্ধার; ০১ মাদক কারবারী গ্রেফতার: রাজশাহীতে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার: পুলিশের ধারণা হত্যাকাণ্ড মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদ এর উদ্যোগে স্মরণসভা দোয়া মাহফিল অনুষ্ঠিত। জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে রোটারিয়ান অধ্যাপক ডা. রতন চন্দ্র সাহা মুক্ত পাঠাগার উদ্বোধন ঝিনাদহেরকালীগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি: মামলা দায়ের, অভিযুক্ত পলাতক ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় আহত শিশু মুত্তাকিনের পাশে দাড়ালেন সদর ইউএনও খালিয়াজুরীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক ৪০০ (চারশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ টি মোটরসাইকেল উদ্ধার; ০২ মাদক কারবারী গ্রেফতার: আশুগঞ্জে ২৬ কেজি গাঁজা ও ০৫ বোতল HUNTER BEER সহ ০২ মাদক কারবারী গ্রেফতার। যশোর শহরের বকচর এলাকায় চোরাই ট্রাকের যন্ত্রাংশসহ গ্রেফতার ৩

যশোর শহরের বকচর এলাকায় চোরাই ট্রাকের যন্ত্রাংশসহ গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

মো:রফিকুল ইসলাম (সবুজ) বিশেষ প্রতিনিধি

যশোর শহরের বকচর এলাকা এলাকায় চোরাই ট্রাকের যন্ত্রাংশসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ দল যশোর কোতোয়ালি থানার সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার তুফান, রবি ও ইকবাল।

পুলিশ জানায়, এক মাস আগে খুলনা মেট্রো এলাকার হরিণটানা থানা থেকে টাটা কোম্পানির ৪০৭ মডেলের একটি ট্রাক চুরি হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্তে জানা যায়, ট্রাকটি যশোরের বকচর এলাকার একটি চোরাই গাড়ি সিন্ডিকেটের কাছে বিক্রি করা হয়েছে।

অভিযানে নিউ স্বপ্নীল মোটর পার্টস দোকান থেকে ট্রাকের কেবিন, টায়ার ও অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়। দোকানের মালিক তুফানকে আটক করলে তিনি জানান, রবি ও ইকবাল নামে দুই ব্যক্তির কাছ থেকে ট্রাকটি কিনেছেন। পরে পুলিশ ওই দুজনকেও গ্রেফতার করে।

তদন্ত কর্মকর্তা হরিণটানা থানার এসআই রেজোয়ান কবির বলেন, আসামিদের যশোর কোতোয়ালি থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে খুলনায় নেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং বকচর এলাকার আরও কয়েকজন মোটর পার্টস ব্যবসায়ীর নাম পুলিশের তালিকায় এসেছে।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, পুলিশের নজরদারির অভাবে বকচর এলাকা এখন চোরাই গাড়ি বেচাকেনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিভিন্ন জেলা থেকে সংঘবদ্ধ চক্র এখানে চুরি করা ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেটকার বিক্রি করছে। তাঁরা এই চক্রের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি যশোরে ডিবি পুলিশের অভিযানে পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির আলোচিত নেতা মাসুদ আলম আটক করা হয়। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাক চুরি মামলার সূত্র ধরে শনিবার রাতে যশোরে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দখল থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com