শিরোনাম :
“পুলিশের ওপর হামলা মামলার আসামি ইসলামি আন্দোলন বাংলাদেশ- চট্টগ্রাম শাখার এক নেতা। তাকে উক্ত মামলায় গ্রেফতার করা হলে, এর প্রতিবাদে চট্টগ্রামের পাঁচলাইশ থানা ঘিরে দিনভর বিক্ষোভ করে ‘ইসলামী আন্দোলন, বাংলাদেশের’ নেতাকর্মীরা আশুগঞ্জে ১৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিদায়ী সংবর্ধনা জানালেন, হরিণাকুণ্ডুর মুক্তিযোদ্ধা কমাণ্ডার চোর সন্দেহে যুবককে হত্যা চেষ্টা হারুয়ালছড়িতে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ ঝিনাইদহে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার- সার,বীজ উদ্ধারের নাটক সাজানোর অভিযোগে তোলপাড়- মির্জাপুর গোলাপী হত্যা মামলায় স্বামী আব্দুল কাদের শশুর বাড়ী থেকে গ্রেপ্তার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল রাজশাহী মডেল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ইমদাদুল, সম্পাদক হিরো জামায়াতকে আমরা ১৯৭১ সালেই দেখেছি, নতুন করে দেখার কিছু নেই – আমিনুল হক

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব নয়: মাওলানা আবদুল হালিম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

মোঃ আতাউর রহমান মুকুল,সিনিয়র স্টাপ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব নয়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য এই সনদই হতে পারে জাতির মুক্তির পথনকশা।”
তিনি আরও বলেন, আগামী নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমেই জাতীয় ঐক্যমতের সরকার গঠন সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই ছাত্র-জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত “নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা হালিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদের উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করতে হবে। ইতোমধ্যে উচ্চকক্ষে এ পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে—ইনশাআল্লাহ ভবিষ্যতে নিম্নকক্ষেও তা কার্যকর হবে। অন্যথায় নতুন করে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটবে।
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “জামায়াতে ইসলামী জালিমদের পুনরুত্থানের সুযোগ দেবে না; গণতন্ত্রমনা সকল দলকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ প্রতিহত করা হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কোনো টালবাহানা চলবে না।”
এ সময় তিনি আরও বলেন, জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিয়ে প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং খুনি-দুর্নীতিবাজদের বিচারের মাধ্যমে জাতিকে মুক্ত করতে হবে। বিদ্যমান কাঠামো পরিবর্তন না হলে ছাত্র-জনতার ত্যাগ ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।
মাওলানা হালিম জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই জাতীয় সনদের টেকসই আইনগত ভিত্তি প্রতিষ্ঠা, আগামী নভেম্বরে গণভোটের আয়োজন, সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) কার্যকর করা এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান নির্বাচন কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান করেছে।
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নির্বাচনের আগে বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার করতে হবে।”
মাওলানা হালিম বলেন, দীর্ঘদিনের জুলুম-নির্যাতনের পর আজ দেশের মানুষ ইসলামমুখী হয়েছে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা আমীর ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম, এবং নায়েবে আমীর ও গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সামিউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, পৌর জামায়াতের আমীর একরামুল হক, উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি সাজ্জাদ হোসাইন আমুশ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিন, উপজেলা যুব বিভাগের সভাপতি ইব্রাহিম আলী সরকার, উপজেলা ওলামা বিভাগের সভাপতি শাহজাহান আলী এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহান ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com