শিরোনাম :
শত বছরের পুরাতন পুকুর ভরাটে প্রশাসনের নীরবতা, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। আখাউড়ায় ৫৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার ঝিনাইদহ -০৪ আসনে কালীগঞ্জের মাটিতে অতিথি পাখির ঠাই নাই বললেন স্থানীয় নেতাকর্মী ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশ কর্তৃক ০৬ কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার। গণপূর্তের “গডফাদার” আতিক: কোটি কোটি টাকার টেন্ডার ও পোস্টিং নেটওয়ার্কের কর্ণধার শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ: আমিনুল হক আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৪ বোতল বিদেশী মদ উদ্ধার; ০১ মাদক কারবারী গ্রেফতার: ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ধানের শীষের প্রার্থী মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা কাশিমপুর কারাগারে সাংবাদিক শিহাব উদ্দিনকে দেখতে গেলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল শ্রীপুরে রহস্যজনক এক নববধূর মৃত্যু।

শ্রীপুরে জোরপূর্বক অন্যের জমিতে ঘরবাড়ি দোকানপাট নির্মাণ করার অভিযোগ উঠেছে ,

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে জোরপূর্বক অন্যের জমিতে ঘরবাড়ি দোকানপাট নির্মাণ করার অভিযোগ উঠেছে, অভিযোগকারী,মোঃআজগরুল হকের ছেলে মোঃ হারুনুর রশিদ, শ্রীপুর পৌরসভার – ০৭ নং ওয়ার্ড বেড়াইদেরচালা,গ্রামের বাসিন্দা, তিনি জানান, মোঃ মোজাম্মেল হক টুনু, পিতা- মৃত ইমাম উদ্দিন বেপারী,মোঃ বাধন বেপারী (৩০) পিতা- মোঃ মোজাম্মেল হক টুনু, আরো অজ্ঞাত নামা ৪/৫ জন, একই এলাকার বাসিন্দা, এ বিষয়ে হারুনুর রশিদ অভিযোগ করে বলেন,মোঃমোজাম্মেল হক টুনু, পিতা- মৃত ইমাম উদ্দিন বেপারী,ও মোঃ বাধন বেপারী (৩০) পিতা- মোঃ মোজাম্মেল হক টুনু, তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় , আমাদের সম্পত্তি, জোরপূর্বক বাড়ীঘর দোকানপাট নির্মাণ করে ভোগদখল করিয়া আসিতেছি, আমরা জমিতে গিয়ে বাধা প্রদান করিলে আমাদেরকে হুমকি-ধুমকি দিয়ে দূরে সরিয়ে দেয় , প্রাণে মেরে ফেলার হুমকি দেয়, আমরা এখন নিরুপায় , এ বিষয়ে হাসেন আলীর মেয়েরা বলেন, আমরা জানি আমার বাবা মাত্র ৫ কাঠা জমি বিক্রি করেছে কিন্তু এখন তারা আমাদের সম্পূর্ণ জমি দখল করে নিয়েছে , আমরা মেয়ে মানুষ বলে কিছুই করার নাই আমরা প্রতিবাদ করতে পারি না , প্রতিবাদ করতে গেলে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হতে হয় । আমরা আমাদের বাপের সম্পদ চাই আর কিছুই চাই না, আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করিয়া আসিতে থাকে। যাহার দরুন আমরা বিবাদীদ্বয়ের বিরুদ্ধে স্থানীয় ভাবে শালিস দরবার বসাইলে বিবাদীদ্বয় কাহারো কোন কথা কর্ণপাত না করিয়া উল্টো আমাদেরকে খুন জখমের হুমকি প্রদান অব্যাহত রাখিয়াছে। যাহার সরুন নিরোপায় হইয়া জমির দাতাগণ বাদী হইয়া বিবাদীদ্বেয়ের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পিটিশন মোকদ্দমা দায়ের করে, যাহার মোদ্দমা নং- ৩৮১/২৫। বিজ্ঞ আদালতে চলমান সহ ১৪৫ ধারা জারি করা আছে। এরই ধারাবাহিকতায় গত ২৯/০৪/২০২৫ ইং তারিখ সন্ধ্যা অনুমান ৬:৩০ ঘটিকার সময় বিজ্ঞ আদালতের আদেশকে অমান্য করিয়া বিবাদীদ্বয় ও অজ্ঞাত নামা বিবাদীগণ পরস্পর যোগ সাজসে তফসিলি জমির জরব দখলের উদ্দেশ্যে দা, লাঠি, রড, টিন, সিমেন্টের পিলার নিয় আসিয়া ভাউন্ডারী ওয়াল নির্মান কাজ করে। সংবাদের ভিত্তিতে আমি ও আমার সহঅংশীদার তফসিলি জমিতে যাইয়া বিবাদীদের অন্যায় জবর দখল কাজে বাধা প্রদান করিলে বিবাদীদ্বয় আমাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ খুন জখমের হুংকার দিয়া আক্রমন করিলে আমরা জীবনের মায়ায় দৌড়াইয়া চলিয়া আসিয়া প্রাণে রক্ষা পাই। ঐ সময় আমাদের ডাকচিৎকারে আশপাশ হইতে লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীদ্বয় এই বলিয়া হুমকি প্রদান করে যে, পূনরায় বিবাদীদের জবর দখল কাজে বাধা প্রদানা করিলে সময় সুযোগে আমাদেরকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে কিংবা আমাদের নামে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়া হয়রানী করিবে। জেলা- গাজীপুর থানা ও সাব রেজিস্ট্রি অফিস শ্রীপুর, কেওয়া মৌজাস্থিত এস.এ খতিয়ান নং ৯৩৮ ও আর এস খতিয়ান নং ৩৬৩, যাহার এস.এ দাগ নং ১২৩৫ ও আর.এস দাগ নং ১০৫৩১, ১০৫১১ মোট চালা জমি ২২৩ শতাংশ। ইহার কাতে আমমোক্তারকৃত চালা জমি ৫২.৮৭৫ শতাংশ। চৌহদ্দীঃ উত্তরে- ইউপি রাস্তা, দক্ষিনে- আঃ আজিজ গং, পূর্বে- রমজান আলী, পশ্চিমে- আবু ছাইদ বেপারী। এ ঘটনায় বিবাদী- পিতাঃমৃত ইমামুদ্দিন এর ছেলে মোঃ মোজাম্মেল হক টুনু,র কাছে জানতে গেলে তিনি জানান আমরা এই জমি ক্রয় করেছি আমাদের কাছে সব কাগজপত্র আছে , তারা অযথা এই জমি দাবি করে , আমি কারো জমি দখল করিনি আমি নিজের কিনা সম্পত্তির ভিতরে বাড়ি নির্মাণ করেছি, এ বিষয়ে শ্রীপুর ভূমি সরকারী ভূমি অফিসার লুৎফর রহমান, সরজমিনে গিয়ে জমিতে দখল দেখতে পান ,

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com