
মোঃমেরাজুল ইসলাম,রংপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। প্রকাশিত তালিকা অনুযায়ী, রংপুর: ৩ (সদর-সিটি কর্পোরেশন) আসনে বিএনপি-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। নমিনেশন চেয়েছিলেন এর আগে দুইবারের বিএনপির মনোনয়ন পাওয়া রিটা রহমান। এবারেও মনোনয়ন চেয়েছিলেন তিনি। বুধবার (৫ নভেম্বর) দুপুরে নগরীতে মনোনয়ন বঞ্চিত রিটা রহমানকে পুনরায় বিএনপির মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল করে বিএনপির একটি অংশ। বিক্ষোভ মিছিলটি টাউনহল চত্বর থেকে বের হয়ে নগরীর সিটি বাজার পর্যন্ত প্রদক্ষিণ শেষে পুনরায় টাউনহল মাঠে গিয়ে শেষ হয়। মনোনয়ন না পাওয়ায় বিএনপি নেতার কর্মী-সমর্থকদের সড়ক অবরোধ এদিকে বিক্ষোভ মিছিল পরবর্তীতে নগরীর রাধাবল্লভের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী রিটা রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রংপুর বিএনপির রাজনীতিতে সবসময় তার অংশগ্রহণ ছিলো। নেতাকর্মীদের যে কোনো আপদে বিপদে পাশে দাঁড়িয়েছিলেন তিনি। নির্বাচন এলে তার বিরুদ্ধে অপ্রচার চালানো হয়। রিটা রহমান ভোট করে আর রংপুরে থাকে না। বিগত আওয়ামীলীগ সরকারের রাজনৈতিক হেনস্তার শিকার হয়ে ২০১৯ সালে দেশের বাইরে চলে যেতে বাধ্য হন তিনি। তিনি আরো বলেন, রিটা রহমানের সাথে কেউ সম্পৃক্ত থাকলে তাকে পরবর্তীতে কমিটিতে রাখা হয়নি। আগামীতে কমিটিতে রাখা হবে না বলে হুমকি প্রদান করে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। যার কারণে অনেক নেতাকর্মী তার সাথে রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও পদ পদবির ভয়ে প্রকাশ্যে আসতে চায় না। আমাকেও কমিটির কোথাও রাখা হয়নি। রিটা রহমান বলেন, দেশে এবং দেশের বাইরে বিএনপির হয়ে কাজ করেছি। আমার বাবা বিএনপির আমলে সিনিয়র মন্ত্রী ছিলেন। বিএনপির প্রতি টান থেকেই বাংলাদেশ পিপলস পার্টি বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে ফিরে এসেছি। এছাড়াও আমি রংপুরের বাসিন্দা হিসেবে, রংপুরের মানুষ হিসেবে বিএনপির মনোনয়ন আমার হক। এর আগে দুইবার মনোনয়ন পেয়েছিলাম। কিন্তু সে সময় তো মানুষ ভোট দিতে পারেননি। এবারে প্রত্যাশা ভালো ভোট হবে। মানুষ ভোট দিতে পারবে। তিনি আরো বলেন, আমার থেকে যোগ্য কাউকে নমিনেশন দিলে আমি মেনে নিতাম। কিন্তু একজন চাঁদাবাজ, শহরের মানুষ যাকে চাঁদাবাজ হিসেবে চেনে। তাকে মনোনয়ন দিলে তো আমি মেনে নিতে পারি না। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে অনুরোধ করবো, মনোনয়নের ব্যাপারটা পুনরায় বিবেচনায় নিতে। কেননা এখনও সুযোগ রয়েছে। যে তালিকা প্রকাশ করা হয়েছে, তা দলীয়ভাবে জানানো হয়েছে সম্ভাব্য তালিকা। এখনও পরিবর্তনের সুযোগ রয়েছে। উল্লেখ্য, রিটা রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলের মন্ত্রী মশিউর রহমান যাদুমিয়ার কন্যা। তিনি বাংলাদেশ পিপলস পার্টি বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে যোগদান করেন।
Leave a Reply