
সুমন খান:
সাহসী অফিসার এস.আই মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযানে,ধামরাইয়ে আবারও প্রমাণ হলো,আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ রেহাই পায় না। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ধামরাই থানার পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রিপন হোসেন (৩৫) গ্রেপ্তার হয়েছেন।অভিযানটি পরিচালনা করেন ধামরাই থানার সাহসী ও সৎ পুলিশ কর্মকর্তা এস.আই (নিঃ) মোঃ জিয়াউর রহমান, বিপি-৮৪০৩০৪৮২৩৪। তাকে সহায়তা করেন কং/৭৬৩ আলিমুল হক ও কং/২০১৬ আবু আনছারসহ থানার একটি চৌকস টিম।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর লোকাল বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা দক্ষতার সঙ্গে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ২৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ২.৫ গ্রাম) উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৭,৫০০ টাকা।জিজ্ঞাসাবাদে রিপন স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে। পুলিশ সূত্রে জানা যায়, রিপনের বিরুদ্ধে পূর্বেও পাঁচটি মাদক মামলা রয়েছে। এবারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।এস.আই মোঃ জিয়াউর রহমানের দৃঢ় অবস্থান মাদকবিরোধী এই অভিযানে নেতৃত্বদানকারী অফিসার এস.আই (নিঃ) মোঃ জিয়াউর রহমান বলেন, ধৃত রিপন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। ধামরাইকে মাদকমুক্ত করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের আস্থা ফিরে আসছে পুলিশের প্রতি,ধামরাইয়ে একের পর এক সফল অভিযানে পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ও সমর্থন বাড়ছে। স্থানীয়রা বলেন, এস.আই জিয়াউর রহমানের মতো সাহসী ও নির্ভীক কর্মকর্তার কারণে ধামরাইয়ে অপরাধীরা আর নিরাপদ নয়। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে ধামরাই থানা পুলিশের এই ধারাবাহিক অভিযান এলাকায় প্রশংসিত হচ্ছে। মাদক সমাজের শত্রু—এর শিকড় উপড়ে ফেলতে হলে এমন সাহসী উদ্যোগ ও পুলিশের সততা আরও বিস্তৃত হোক,এটাই এখন এলাকার মানুষের প্রত্যাশা।
Leave a Reply