
সাখাওয়াত ভ্রাম্যমান প্রতিনিধি ফরিদগঞ্জ (চাঁদপুর) :
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন— “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের হৃদয়ের কথা জানেন। তিনি জানেন কে জনগণের ভালোবাসা অর্জন করেছেন, কার প্রতি মানুষের আস্থা আছে। তাই বিএনপি এবার জনগণের মতামত ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই প্রার্থী নির্বাচন করেছে।” তিনি আরও বলেন, “বিএনপি একটি জনগণের দল। এই দল কখনও জনগণকে ভুলে যায়নি। বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের কল্যাণে রাজনীতি করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেন। তারা দেশের মানুষের সুখ-দুঃখের কথা জানেন, বোঝেন এবং সে অনুযায়ী কাজ করেন।” অতীতের গৌরব, বর্তমানের আহ্বান লায়ন হারুনুর রশিদ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের স্মৃতিচারণ করে বলেন, “সেই সময় ছিল প্রতিকূল পরিস্থিতি। প্রশাসনিক বাধা-বিপত্তি, নানা ষড়যন্ত্রের মধ্যেও ফরিদগঞ্জের জনগণ আমাকে ধানের শীষ প্রতিকে বিজয়ী করেছিল। সেই বিজয় আমি উৎসর্গ করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। ফরিদগঞ্জের মানুষ বারবার প্রমাণ করেছে—তারা স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে।” তিনি আরও যোগ করেন, “এই আসনের প্রতিটি গ্রাম, প্রতিটি জনপদ, প্রতিটি নেতাকর্মী আমার আপনজন। আমি বিশ্বাস করি, এবারও আপনারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হবেন এবং ফরিদগঞ্জ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করবেন।” ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বিগত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু এবার সময় এসেছে, সেই অধিকার ফিরিয়ে আনার। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার চাই—যেখানে মানুষের মতামত, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।” লায়ন হারুনুর রশিদ দৃঢ় কণ্ঠে বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকারের প্রতীক। তাই সবাইকে অনুরোধ করছি—ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। মাঠে থাকুন, মানুষের পাশে থাকুন, তাহলেই ফরিদগঞ্জ আবারও বিএনপির দুর্গ হিসেবে পুনরুদ্ধার হবে।” জনগণের ভালোবাসাই শক্তি তিনি বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার লড়াই নয়—এটি মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের লড়াই। ফরিদগঞ্জের মানুষের ভালোবাসা আমার প্রেরণা, আমার শক্তি। আমি বিশ্বাস করি, বিএনপির নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে ফিরবে।” শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান— “আমরা যদি এক হই, পরিশ্রম করি এবং জনগণের পাশে থাকি, তাহলে আসন্ন নির্বাচনে বিজয় আমাদের অনিবার্য। ফরিদগঞ্জের প্রতিটি গ্রামে ধানের শীষের জয়ধ্বনি উঠবেই ইনশাআল্লাহ।”
Leave a Reply