শিরোনাম :
জামালপুর-মাদারগঞ্জে ২০১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এক সাথে পরীক্ষা বর্জন ‎রাজশাহী দুর্গাপুরে নবাগত ইউএনও’র যোগদান ঝিনাইদহে সংঘবদ্ধ ছিনতাই চ/ক্রের সদস্য সন্দে/হে দুইজনকে গ্রে/প্তার করেছে র‍্যাব। ফতুল্লায় পরিত্যক্ত বাড়ির সামনে বাউল শিল্পীর স্বামী খুন ঝিনাইদহে ২৫’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ ঝিনাইদহে সংযোগ ভলেন্টিয়ার্সের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ রহনপুরে উপজেলার সাবেক চেয়ারম্যান,আশরাফ হোসেন আলিমের পক্ষে বিএনপির নেতাকর্মীদের ৩১দফা লিফলেট বিতরণ। ঘাটাইলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উপকরণ বিতরণ ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু। নিজে কাঁদলেন, সবাই কে কাদিঁয়ে বিদায় নিলেন, কাদঁলেন শিক্ষক, জনপ্রতিনিধি,শিক্ষার্থী, সাধারণ মানুষ। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ঘোড়াঘাট মিরপুরে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি’র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত কাশিমপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত। অপ-সাংবাদিকতার দাপটে লাঞ্ছিত হচ্ছে মূলধারার সাংবাদিকতা প্রাথমিক শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি মাদারগঞ্জের ২০১টি বিদ্যালয়ে ঐক্যবদ্ধ অংশগ্রহণ নওগাঁর ধামইরহাটে বাড়ি ভাঙচুরের অভিযোগ লালমোহন উপজেলায় দুর্নীতি প্রতিরোধে নতুন কমিটি গঠন। খালেদা জিয়া ক্ষমতার চেয়ে গণতন্ত্রকেই বড় করে দেখেছেন: আমিনুল হক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আদাবরে যুবদলের মিলাদ মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা দিলো দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ সুনামগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন আবু বসার মোহাম্মদ জাকির হোসেন

রংপুরে পূজা উদযাপন পরিষদের পুনর্মিলনী সনাতন ধর্মাবলম্বীদের পাশে সবসময় থাকবো — সামসুজ্জামান সামু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

মোঃ মেরাজুল ইসলাম,রংপুর প্রতিনিধিঃ

রংপুর মহানগরীর চাষি কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রংপুর মহানগর শাখার উদ্যোগে “শারদীয় দুর্গাপূজা পুনর্মিলনী ও মতবিনিময় সভা–২০২৫”। নগরীর ছয়টি থানার সভাপতি-সাধারণ সম্পাদক, বিভিন্ন পূজা মণ্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ প্রায় আড়াই হাজার সনাতন ধর্মাবলম্বীর অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠান পরিণত হয় এক মহাসমাবেশে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির রংপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

বক্তব্যে তিনি বলেন, “ধর্ম যার যার, এই দেশটা আমাদের সবার। আমরা সবাই সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল বলেই আজ এখানে একসাথে হয়েছি। মহান মুক্তিযুদ্ধে আমরা সবাই এক ছিলাম—শুধু একটি দল ছাড়া, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। হিন্দু, মুসলমানসহ সব ধর্মের মানুষ এক হয়ে যুদ্ধ করেছিল বলেই মাত্র নয় মাসে আমরা বিজয় অর্জন করেছি। এই দেশের সকল ধর্মের স্বাধীন নাগরিকদের সঙ্গে নিয়ে আমরা একসাথে বাস করতে চাই। সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “যার ধর্ম সে সে পালন করবে—এটাই আমাদের মূলনীতি হওয়া উচিত। যারা দুষ্কৃতিকারী, যারা ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে, তাদের প্রতিহত করা আমাদের সবার দায়িত্ব। আমরা সবাই মিলে এই দেশটাকে ভালোবাসবো, যে যে তার ধর্মকে ভালোবাসবে। সবার ধর্মীয় অধিকার আমরা নিজেরাই নিশ্চিত করবো। আমি বিশ্বাস করি, ভালোবাসা আর সম্মানের মাধ্যমেই বাংলাদেশে প্রকৃত সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, “আপনারা হয়তো শুনেছেন, বিএনপি আমাকে রংপুর-৩ আসনের জন্য মনোনয়ন দিয়েছে। আমি রাজনীতি করি মানুষের জন্য, আপনাদের জন্য। আপনাদের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা চাই। আমি প্রত্যাশা রাখবো, আপনারা সকলে আমার পাশে থাকবেন—আমরা একসাথে কাজ করবো এই শহর, এই দেশকে এগিয়ে নিতে।”

আয়োজনটির সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক স্বপন ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক দলীপ চন্দ্র ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ভবতোষ সরকার বাচ্চু, রংপুর জেলা সভাপতি পার্থ বোস এবং মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. প্রশান্ত কুমার রায়, সহ সভাপতি পিয়াস রায়, ইসকন রংপুর জেলার সভাপতি গোবিন্দ গিরিধারী দাস, ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা রামকৃষ্ণ সোমানি, পুজা উদযাপন পরিষদ কমিটির হাজিরহাট থানার সাধারণ সম্পাদক বকুল চন্দ্র রায়, কোতয়ালী থানার সহ সভাপতি সোমা চক্রবতী, তাজহাট থানার সাধারণ সম্পাদক সুমন চন্দ্র রায়, মাহিগঞ্জ থানার সভাপতি রবি সোমানী,হারাগাছ থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা যুগশ্বর বর্মন প্রমুখ।
বক্তারা বলেন, সামসুজ্জামান সামু শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন মানবিক মানুষ। বিপদে-আপদে, দুঃসময়ে তিনি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকেছেন। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনেও রংপুরের সনাতন সমাজের উন্নয়ন ও সম্প্রীতির ধারায় সামসুজ্জামান সামু আরও কার্যকর ভূমিকা রাখবেন।

ইসকন সভাপতি গোবিন্দ গিরিধারী দাস বলেন, “আমরা যদি এক থাকি, তাহলে কোনো অশুভ শক্তিই আমাদের ক্ষতি করতে পারবে না। ধর্ম-বর্ণ ভুলে একসাথে কাজ করলেই সমাজে শান্তি আসবে।”
বীর মুক্তিযোদ্ধা রামকৃষ্ণ সোমানি বলেন, “আমার ৮৪ বছর বয়সে এমন মিলনমেলা আগে দেখিনি। সামু ভাইকে বহু বছর ধরে চিনি, তিনি সবসময় সনাতনদের পাশে থেকেছেন। এমন মানুষকেই আমরা নেতৃত্বে চাই।”
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ভবতোষ সরকার বাচ্চু বলেন, “রংপুরে এবারের দুর্গাপূজায় আমরা যে সম্প্রীতি দেখেছি, তা সম্ভব হয়েছে ঐক্যের কারণে, আর সেই ঐক্যের অংশ ছিলেন সামসুজ্জামান সামু। আগামী দিনের নেতৃত্বে তাকেই আমরা দেখতে চাই।”
রংপুর জেলা সভাপতি পার্থ বোস বলেন, “৫ আগস্টের পর থেকে সামু ভাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আজকের এই বিশাল সমাবেশ তাঁর প্রতি মানুষের আস্থার প্রকাশ। আমরা তাঁর মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞ।”
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রশান্ত কুমার রায় বলেন, “রাত দুইটায় কল দিলেও সামু ভাইকে পাশে পাই। দেশের কঠিন সময়ে তিনিই ছিলেন আমাদের সবচেয়ে নির্ভরতার মানুষ। তিনি অসম্প্রদায়িক চেতনার প্রতীক।”
অনুষ্ঠানের এক পর্যায়ে পূজা মণ্ডপের নিরাপত্তা জোরদার, হিন্দু কল্যাণ ট্রাস্টের তহবিল বৃদ্ধি, স্থায়ী কমিউনিটি সেন্টার নির্মাণ এবং সরকারি সহায়তা বাড়ানোর দাবিও তুলে ধরা হয়। বিএনপি নেতা সামসুজ্জামান সামু মনোযোগ সহকারে এসব বক্তব্য শোনেন এবং বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি—ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিতে কাজ করবো। রংপুর হবে সম্প্রীতির শহর, যেখানে সবাই একসাথে বাঁচবে, একসাথে দেশ গড়বে।”

অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সংগীত ও সাংস্কৃতিক পর্ব। চার ঘণ্টাব্যাপী এই আয়োজনটি ধর্মীয় সম্প্রীতি ও মানবতার বার্তায় রংপুরের চাষি কমিউনিটি সেন্টারকে পরিণত করে এক উৎসবমুখর মিলনমেলায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com