
রুবেল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়ালসেতুর নিচে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমির এবং গাজীপুর ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. জাহাঙ্গীর আলম।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন। মিছিলটি মাওনা চৌরাস্তায় মহাসড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যসহ অন্যান্য বক্তারা বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দাবি–দাওয়া তুলে ধরেন এবং সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান জানান।
প্রধান অতিথি ড. জাহাঙ্গীর আলম বলেন, আমরা দেশের জনগণের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। দেশে ন্যায়বিচার, সুশাসন ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত করাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার। যেকোনো বাধা সত্ত্বেও গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দাবি আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে।
Leave a Reply