
মোঃ রেজাউল করিম সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের যাদুকাটা-১ বালুমহালে ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় সেইভ মেশিনসহ মোট ১০টি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল ১০টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ লাউরগড় বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, লাউরগড় বিওপির সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৫০০ গজ ভেতরে যাদুকাটা নদীতে নিয়মিত টহল দিচ্ছিল। এসময় তারা ইজারা বহির্ভূত স্থান থেকে সেইভ মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের দৃশ্য দেখতে পায়। টহল দল দ্রুত অভিযান চালিয়ে আনুমানিক ২০ ঘনফুট বালুসহ সেইভ মেশিন, ইঞ্জিনচালিত কাঠবডি নৌকা ৬টি, ইঞ্জিনযুক্ত কাঠবডি নৌকা ৩টি এবং একটি বারকি নৌকা—মোট ১০টি নৌকা জব্দ করে।
বিকেলে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, জব্দকৃত মেশিন, নৌযান ও অন্যান্য মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি লাউরগড় বিওপির সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিন-রাত টহল বাড়িয়ে অবৈধ বালু উত্তোলন রোধে কঠোর অবস্থানে রয়েছে।
Leave a Reply