
সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর রানীনগর উপজেলাধীন গহেলাপুর এলাকার বরগাছা গ্রামীণ ব্যাংক শাখায় আগুন লাগার খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ। কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা তথ্য প্রচার করেছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ রায়হান।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ পুলিশ মিডিয়া সেলে পাঠানো এক বার্তায় ওসি আব্দুল হাফিজ রায়হান জানান, আগুন লাগার সংবাদ পেয়ে তিনি দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে ব্যাংকের ম্যানেজার মো: লোটাস হোসেনসহ একাধিক কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাংকের ১০০ মিটার দূরে পাকা রাস্তায় একটি ছেঁড়া চটের বস্তায় সামান্য ধোঁয়া দেখা গিয়েছিল। এই ঘটনাটিই ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে আগুন লাগার মিথ্যা খবর হিসেবে ছড়িয়ে পড়ে।
উপজেলার বরগাছা গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজার মো: লোটাস হোসেন জানান, গহেলাপুর গ্রামের বরগাছা গ্রামীণ ব্যাংক শাখায় কোনো ঘটনা ঘটেনি। তবে রাস্তার পাশে একটি চটের বস্তায় কে যেন আগুন দিয়েছে। তিনি জানান, এখানকার পরিবেশ ও মানুষ খুবই ভালো। সম্ভবত সারা দেশের আতঙ্কের সুযোগে কেউ ভুয়া তথ্য ছড়িয়ে থাকতে পারে। তিনি ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছেন তার অফিসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু রাস্তার পাশে ধোঁয়া দেখা গিয়েছিল। পুলিশ প্রশাসনও নিয়মিত খোঁজখবর নিচ্ছে।
ওসি নিশ্চিত করেন, ব্যাংকে বা আশেপাশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সব কিছু স্বাভাবিক রয়েছে। এই মিথ্যা তথ্য প্রচারে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
Leave a Reply