
মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের কতিপয় নেতাকর্মীর সঙ্গে অবৈধ যোগাযোগ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন:
মো: শাহজাহান আলী (৪৯): রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক। তিনি মোহনপুর থানার মৌপাড়া (খাঁ পাড়া) এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে এবং বর্তমানে দড়িখড়বোনা এলাকায় বসবাস করতেন।
সূর্য্য কান্ত হালদার (৪৯): রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার নবকান্ত হালদারের ছেলে এবং রায়ঘাটি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।
গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখে অভিযান পরিচালনা করে।
দুপুর সোয়া ১২টায় মোহনপুর থানা পুলিশের সহায়তায় মোহনপুর থানা এলাকা থেকে প্রথমে আসামি মো: শাহজাহান আলীকে আটক করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোন যাচাই করে দেখা যায়, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের সদস্যদের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
শাহজাহান আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল সোয়া ৫টায় রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি সূর্য্য কান্ত হালদারকে গ্রেপ্তার করা হয়। সূর্য্যও ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান করতেন। এছাড়া তার বাসভবনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগের সদস্যরা গোপন বৈঠক করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করত বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত দুই আসামি এবং মামলার অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিরা একত্রে দেশের বিভিন্ন জেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্যসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনলাইনে একত্রিত করতেন। তাদের উদ্দেশ্য ছিল রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে ষড়যন্ত্র, নাশকতা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার প্ররোচনা দেওয়া, অনলাইন সভার আয়োজন করা এবং রাষ্ট্রবিরোধী বার্তা প্রচার করা।
অনলাইন সভাগুলোতে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বক্তব্য প্রদান করতেন, যা আসামিরা শুনত এবং নিজেদের পরিচিত মহলে ছড়িয়ে দিত।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে শাহমখদুম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাদের প্রত্যেকের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
Leave a Reply