
মোঃমঈন উদ্দিন উজ্জ্বল মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
‘ইসলামী নেতৃত্বের ভবিষ্যৎ ও ছাত্র সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মাধবপুরে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় হাইওয়ে ইন মিলনায়তনে শুরু হওয়া এই অনুষ্ঠানে ছাত্র–তালামীয ও আলেম সমাজের ব্যাপক অংশগ্রহণে মিলনায়তন প্রকম্পিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।
সভাপতিত্ব করেন মিজবাহ উদ্দিন শরিফিন, সভাপতি, আনজুমানে তালামীযে ইসলামিয়া মাধবপুর উপজেলা শাখা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী নেতৃত্বের ধারাকে সমুন্নত রাখতে সচেতন ও সুশিক্ষিত ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করতে পারে। সুস্থ রাজনীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এক তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে সক্ষম।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—
কাজী আলাউদ্দিন আহমদ, সভাপতি, আনজুমানে আল-ইসলাহ মাধবপুর উপজেলা
সৈয়দ আফজাল হোসেন সায়েম, খান্দুরা হাবেলী
আনোয়ার হোসাইন সালেহী, সাবেক চেয়ারম্যান, বাহুবল উপজেলা
মাহ্বুবুর রহমান কাউছার পীর সাহেব, এক্তিয়ারপুর দরবার শরীফ
আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক, আনজুমানে আল-ইসলাহ মাধবপুর উপজেলা
এস এম আব্দল্লাহ এনাম, সাধারণ সম্পাদক, লতিফিয়া কারী সোসাইটি মাধবপুর
বিশেষ আলোচক—
জীবান আহমদ, সহ-সভাপতি, শাবি
মহসিন আহমদ, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়
জাহিদ হাসান, সহ-সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয়
কাজী আবরার দস্তগীর, সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা
আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়
আমন্ত্রিত অতিথি— মোঃ বাহাউদ্দিন নকশেবন্দী (পীর সাহেব অলিপুর দরবার), আতিকুর রহমান (পরিচালক, রহমানিয়া ট্রাভেলস্), এস এম শামীম আহমেদ (সাবেক সভাপতি, মাধবপুর উপজেলা), আফজাল হোসেন উজ্জল (সাবেক সভাপতি, মাধবপুর উপজেলা), তালুকদার আবুল হায়াত রুহিন (সভাপতি, নবীগঞ্জ উপজেলা), মোহাম্মদ খলিলুর রহমান (সভাপতি, বাহুবল উপজেলা), সৈয়দ নূর মোহাম্মদ শাহজাহান (বেলঘর সাহেববাড়ি), মির্জা মোজাম্মিল হক (সাবেক সভাপতি, মাধবপুর), সাইফুল্লাহ আলাল (সাবেক সাধারণ সম্পাদক), মোঃ ইমাদ উদ্দিন (সভাপতি, হবিগঞ্জ সদর), আবু সাঈদ তানভীর (সভাপতি, চুনারুঘাট), রিমন আহমদ খান (সভাপতি, বৃন্দাবন সরকারি কলেজ)।
মোহাম্মদ রেদওয়ান আলম, সাধারণ সম্পাদক, মাধবপুর উপজেলা সভার আলোচনার মধ্যে ইসলামী নেতৃত্ব, ছাত্র সমাজের দায়িত্ববোধ এবং নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে সমৃদ্ধ বিষয়বস্তু উঠে আসে। সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানটি বিকেল সাড়ে ৪টায় মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
Leave a Reply