
পলাশ মন্ডল রুবেল শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগলেও গত রোববার হঠাৎ শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞরা তাঁর চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। বিএনপি নেতাদের দাবি, গত শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে।
চেয়ারপারসনের সুস্থতা কামনায় বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশেই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর আদাবর এলাকায়, শ্রীপুর পৌর বিএনপি উদ্যোগে, যুবদল, কৃষক দল, ছাত্রদল, অংশগ্রহণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ সোমবার সন্ধ্যা (০১ ডিসেম্বর ২০২৫) শ্রীপুর থানা মুড়ে আয়োজিত, এ মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ( সাবেক শ্রীপুর পৌর সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান) আহবায়ক সদস্য শ্রীপুর পৌর বিএনপি এ সময় উপস্থিত ছিলেন জনাব কামরুল মন্ডল, টিপু সুলতান, সোহাগ প্রদান, অন্যান্য আরো অনেক নেতা কর্মী মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের নেতৃত্ব দিতে পারেন—এমন প্রার্থনাও করা হয়।
অনুষ্ঠান শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply