ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নের বিরাশি মমরেজ পুর এলাকায় ইট-ভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ১০ বছরের শিশু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন রানীশংকৈল থানা পুলিশ। স্থানীয়রা জানায়,
(১০ মার্চ) বুধবার সকাল সাড়ে ৮টায় পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের এম এম এ বিক্সের মাটি বহনকারী মাহেন্দ্র ট্রাক্টর ড্রাইভার ও নিহত ছেলেটি অসাবধানতা কারনে গাড়ী চালানোর সময় চাকায় পিষ্ট হয়ে শিশুটি মারা যায় । নিহত শিশুটি হলেন একই ইউনিয়নের বড়দাখন্ড গ্রামের কফিল উদ্দিনের ছেলে আলালউদ্দিন শিশুটি চাপোড় পার্বতীপুর প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী জানায়, তারা একই গ্রামের বাসিন্দা ট্রাক্টর ড্রাইভার রবিউল ইসলাম (১৮) এর গাড়ীতে আলালউদ্দিন কাজ করতো। ঘটনার সময় ড্রাইভার অন্যদিকে দেখে গাড়ী চালালে শিশুটি হঠাৎ পড়ে গেলেও ড্রাইভার সেদিকে নজর না দিয়ে গাড়ী চালাতেই থাকলে। গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইটভাটার রাস্তায় এটি ঘটেছে। বিষয়টি সমাধান হয়ে গেছে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি শিশুটির অভিভাবকের সাথে মেয়র ইট ভাটা মালিক মোস্তাফিজুর রহমান মিট মাট করে নিয়েছে।
Leave a Reply