শিরোনাম :
আমতলীতে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ফরিদ উদ্দিন মাতুব্বর ও গাজী মোঃ সালাম ব্রাহ্মণবাড়িয়া ডিবি কর্তৃক ১০ কেজি গাঁজা ও ০১টি অটোরিক্সা সহ ০৩ জন মাদক কারবারী গ্রেফতার। দাউদকান্দিতে বেগম রহিমারোশন মাদরাসায় অভিভাবক কাউন্সেলিং। সাবেক এমপি মোস্তফা কামাল পাশার উদ্যেগে সন্দ্বীপে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত। বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৬২ বস্তা অবৈধভাবে মজুদ করা সরকারি সার জব্দ করেছে পুলিশ ও কৃষি বিভাগ গলাচিপা নির্বাহী আদালতের পেশকার আবু জাফর এর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে আদালত বর্জন ঘোষনা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিএনপির অঙ্গীকার: আনোয়ারুজ্জামান আনোয়ার সংবাদ প্রকাশের পর দূর্গাপুরে ভুয়া আল আকশা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ গণতন্ত্র বনাম রাজনীতি: সংকটে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া রাজশাহীতে বহিষ্কৃত ডিবি হাসানের সহযোগীদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি

প্রতিমন্ত্রী পরে পারকি সমুদ্র সৈকত ঘুরে দেখেন

স্টাফ রিপোর্টার আবুল কাশেম আনোয়ারা চট্টগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৭৭৭ বার পঠিত

চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকত এলাকায় পর্যটন কর্পোরেশনের একটি প্রকল্পের কাজ গতকাল বুধবার পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব মো. মাহবুব আলী এম পি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, পারকি সৈকতকে ঘিরে হাতে নেওয়া উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হলে এখানকার দৃশ্য বদলে যাবে এবং এলাকাটি সমৃদ্ধ হবে। এ সৈকতে দেশি–বিদেশি পর্যটকেরা বেড়াতে আসবেন। ফলে অর্থনৈতিক পরিবর্তন আসবে।

গতকাল বুধবার বিকেল পাঁচটার সময় চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের একটি উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জনাব মাহবুব আলী এম পি সাংবাদিকদের এসব কথা বলেন।

পারকি সমুদ্র সৈকতসংলগ্ন এলাকায় ১৩ দশমিক ৩৩ একর জায়গায় ৭৯ কোটি টাকা খরচ করে একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে পর্যটন করপোরেশন। এ প্রকল্পের অধীনে একটি ৪ তলা ভবন, ১০টি কটেজ, ৪টি ডুপ্লেক্স কটেজ, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থাপনা আছে। বর্তমানে ৩১ শতাংশ কাজ শেষ হয়েছে প্রকল্পের। ২০২২ সালের জুনে পুরো প্রকল্পের কাজ শেষ হবে।

প্রতিমন্ত্রী মহোদয় আরও বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ পর্যটন করপোরেশন এগিয়ে যাচ্ছে তাঁরই কন্যা শেখ হাসিনার হাত ধরে। সৌন্দর্যের লীলাভূমি এ বাংলাদেশ সোনার বাংলায় রূপ নিচ্ছে এ সরকারের উন্নয়নমুখী নানা কর্মকাণ্ডের কারণে।

বুধবার প্রকল্প এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে মন্ত্রণালয়ের সচিব জনা মো. মোকাম্মেল হোসেন, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান জনাব মো. হান্নান মিয়া, আনোয়ারার ইউএনও জনাব শেখ জোবায়ের আহমেদ,অতিঃ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ হুমায়ন,
অফির্সাস ইনচার্জ আনোয়ারা জনাব মোঃ দিদার হোসেন,আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব এম এ মালেক, ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ জামিরুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ ফেরদৌস মিয়া,উপজেলা এল জি ডি প্রকৌশলী,ঠিকাদার মোঃ রাসেল সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com