জামালপুরে রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমান সরকারের রাষ্ট্রনীতি মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়নে ও দেশকে অর্থনৈতিক ভাবে উন্নত করা। আর তারই আলোকে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার ১১ মার্চ দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের আধনিক সুযোগ সুবিধা সম্বলিত নতুন কোচ প্রতিস্থাপন উপলক্ষে দেওয়ানগঞ্জ স্টেশনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।
তিনি আরও বলেন, রেলওয়ের সেবার মান নিয়ে কারো কোন অভিযোগ থাকবে না। চলতি বছর ৫০টি রেলস্টেশকে আধুনিকায়ন করা হবে। রেল সেবার মান বাড়াতে বর্তমান সরকার প্রতিনিয়ত বিভিন্ন রুটে নতুন ট্রেন ও রেক সংযোজন করছে।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি প্রমুখ।
Leave a Reply