সিরাজগঞ্জের সলঙ্গার হাটিপাড়া (পশ্চিম পাড়ায়) বাড়ীর পার্শ্বের মাঠের মধ্য কাজ করার সময় (না-বালিকা) শিশুকে ডেকে নিয়ে জোরপুর্বক ধর্ষণের চষ্টার অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানাযায়, বুধবার ১০ মার্চ দুপুর বেলা-হাটিকুমরুলের হাটিপাড়া গ্রামের মৃত নুরুল ফকিরের ছেলে মোঃ রইস উদ্দিন ফকির ও জামাল শেখের ছেলে মাসুদ রানা (২২) মিলে একই গ্রামের (না-বালিকা) শিশুকে স্থানীয় বাপমারা বিলের ঢোবার পুকুর পাড়ের কলাগাছের আড়ালে নিয়ে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা করে। এ-সময় (না-বালিকা) শিশু চিৎকার করলে,অভিযুক্তরা এ-বিষয়টি কাউকে বললে মেরে ফেলবে,বলে হুমকি দিয়ে সটকে পরে। এরপর (না-বালিকা) শিশু বাড়ীতে এসে,ঘটনাটি মা বাবাকে বলে দিলে (না-বালিকা) শিশুর বাবা মা বিষয়টি স্থানীয় প্রধানদের জানান,তারা বিচার দিতে ব্যার্ধ হলে,১১ মার্চ (না-বালিকা) শিশু বাবা বাদী হয়ে,সলঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পালিয়ে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে,সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন-অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।
Leave a Reply