১৪ মার্চ, ২০২১ ইং
সিরাজগঞ্জ জেলার অন্তবর্তি শাহজাদপুর পৌরসভার মেয়র মোঃ মনির আক্তার খান তরু লোদীকে ধন্যবাদ
শীতের পরে এ বছরের প্রথম বৃস্টি হয়েছে আজ শনিবার (১৩ মার্চ) দুপুরে। বৃস্টির কারণে শাহজাদপুর বাজারের মোক্ষদা মোড় হতে পাটারী পট্রি ও রিক্সা শ্রমিক অফিস মোড় হতে বাটা মোড় পর্যন্ত তিন ইঞ্চি উচু কাদায় মানুষজন হাটতে পারছিল না। আজ কাপড়ের হাট হওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার ক্রেতারা অবস্থান করছে শাহজাদপুরে। তারাও প্যান্ট লুংগি গুটিয়ে কাদার মধ্যে কেনাকাটা করতে নাকাল অবস্থা তাদের। এমন পরিস্থিতিতে শাহজাদপুর পৌরসভার মেয়র মহোদয় স্কিড স্টিয়ার লোডার গাড়ি আর গার্বেজ ট্রাক পাঠালেন কাদা ও বর্জ অপসারণ করার জন্য। মুহূর্তের মধ্যে কাদা ও বর্জ অপসারণ করে ফেললেন পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা।
রাত প্রায় ১২ টা, তখনও শাহজাদপুর পৌরসভার পরিচ্ছন্ন পরিদর্শক (ভারপ্রাপ্ত) রাজু আহমেদকে দেখা গেল – দাড়িয়ে আছেন পরিচ্ছন্ন কর্মীদের কাজ তদারকি করতে। তিনি বলেন – মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে মেয়র মহোদয়ের নির্দেশে আমরা রাস্তার কাদা ও বর্জ পরিস্কার করছি।
শাহজাদপুর পৌরসভার শুরু থেকে আজ পর্যন্ত দেখা যায়নি এমন দৃশ্য।
দ্বারিয়াপুর বাজারের ফল ব্যবসায়ী আব্দুল মমিন বলেন – মেয়র মহোদয় অত্যন্ত ভাল একটি উদ্যোগ নিয়েছেন, পুনরায় বৃস্টি হলে রাস্তার এই কাদা ড্রেনে গিয়ে ড্রেনের তলানী ভরে গিয়ে ড্রেন বন্ধ হয়ে যেত। এমন উদ্যোগের প্রশংসা করি।
পথচারীদের অনেকেই এ সময় রাস্তা দিয়ে যেতে যেতে এমন কাজের প্রশংসা করেছেন।
অভিনন্দন ও ধন্যবাদ জানাই এমন কাজমুখি মেয়রকে।
কে এম নাসির উদ্দিন
সিনিয়র স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ
Leave a Reply