ইমতিয়াজ আহমেদ: চট্টগ্রামের বাঁশখালীতে ১২ শত মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে পাঁচজন নিহত হাওয়ায় ঘটনায় জড়িতদের দ্রুত তদন্ত ও বিচারের আওতায় আনার দাবী জানিয়েছে “সুশাসনের জন্য নাগরিক-সুজন”। বিবৃতিতে বলা হয়,শনিবার বেলা ১২টার দিকে গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনার ওই বিদ্যুৎকেন্দ্রে কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকটি দাবি আদায়ের বিক্ষোভ থেকে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ৩০ জন। এদিকে ঘটনার আকস্মিকতায় বিক্ষুদ্ধ শ্রমিকরা বিদ্যুৎকেন্দ্রেসহ সেখানকার বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সুশাসনের জন্য নাগরিক-সুজন’র সভাপতি তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান ও সম্পাদক ডঃ বদিউল আলম মজুমদার বলেন দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানান।
Leave a Reply