সোহেল আরমানঃ বাংলাদেশ দোকান মালিক সমিতি,চট্টগ্রাম মহানগর শাখার স্ট্যান্ডিং কমিটির সভা।বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগর শাখার স্ট্যান্ডিং কমিটির সভা সংগঠনে অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সরকার দোকানপাট,মার্কেট ও শপিংমল রাত ৮ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ দোকান মালিক সমিতি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহাসচিবকে আন্তরিক ধন্যবাদ জানান।
সভায় চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আলহাজ্ব ছালামত আলী বলেন,আমরা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট,মার্কেট ও শপিংমল খোলার বিষয়ে ইতিমধ্যে সকল দোকানপাট,মার্কেট ও শপিংমল কমিটিকে চিঠি ও এসএমএসের মাধ্যমে জানিয়ে দিয়েছি।তারা যেন সরকার এই যুগোপযোগী সিদ্ধান্ত ও সুযোগ যেন পুরোপুরি কাজে লাগিয়ে গত বছরের ক্ষয় ক্ষতি কিছুটা যেন কমিয়ে আনতে পারে।সরকার যে আমাদের এই সুযোগ দিয়েছে তা সম্পূর্ণ বিধিনিষেধ মেনে যেন আমরা দোকানপাট,মার্কেট ও শপিংমল খোলা রেখে ব্যবসা বাণিজ্য করি।
“নো মাস্ক,নো সার্ভিস” শতভাগ কার্যকর করে প্রতিটা মার্কেটে বাস্তবায়ন করার তাগিদ প্রদান করেন।প্রয়োজনীয় স্বাস্থ্য সংশ্লিষ্ট সরঞ্জাম প্রতিটা মার্কেটের প্রবেশ মুখে বিদ্যমান রাখার জন্য সকল মার্কেট প্রতিনিধির প্রতি আকুল আবেদন জানান।
শেষে চট্টগ্রাম মহানগর শাখার কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়।সাব কমিটি আগামী ৩ মাসের মধ্যে মহানগর শাখার সাথে সংশ্লিষ্ট নয় এমন দোকানপাট,মার্কেট ও শপিংমল কমিটিকে মহানগর শাখার সাথে অন্তর্ভুক্তি করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।
সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত)মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র বডি মেম্বার ও বাংলাদেশ দোকান মালিক সমিতি,চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি নূর মোহাম্মদ মধু,আফসার হাসান চৌধুরী (জসিম),আহমেদ রশীদ আমু,মোহাম্মদ হারুনুর রশীদ, মোহাম্মদ সোলাইমান,মোহাম্মদ রফিক, মোহাম্মদ ইয়াসিন, রোটারিয়ান মোঃ আব্দুল হাকিম,যুগ্মসাধারণ সম্পাদক মোজাহের হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক পরিবেশবিদ মোঃ ইমতিয়াজ আহমেদ,মোঃ আনিসুর রশীদ,অর্থ সম্পাদক সেলিম নুর,প্রচার সম্পাদক জানে আলম,আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুদ্দীন,সমবায় বিষয়ক সম্পাদক হাজী মনসুর আলী,আবু কালাম,কাজী মোহাম্মদ ইব্রাহীম,এস এম মঈনুল ইসলাম শামিম,মোরশেদ উদ্দিন আহমেদ চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন,মোহাম্মদ ফরহাদ উদ্দিন,মোহাম্মদ আব্দুল্লাহ আল-ফারুক,নবী হোসেন,বিষু ঘোষ বিপু,জাহাঙ্গীর আলম,আবু তাহের,মাহবুবুর রহমান,ইউসুপ জহির,আলী আকবর,মোঃ খোরশেদ আলম,রফিক উদ্দিন চৌধুরী, মোঃ জানে আলম,আমজাদ হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্ধ।
Leave a Reply