গাজীপুর মহানগরের টঙ্গী মিলগেইট এলাকায় ২৯শে এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় এস.এস স্টীল মিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাদল নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত বাদল আলী (২৩) ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গির ছোট পলাশবাড়ী এলাকার আফজাল আলীর ছেলে। সকালে কারখানায় কাজ করার সময় বাদল আলী পানির জন্য মটরে সুইজ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিলের শ্রমিক ও এলাকার মানুষের কাছে জানতে পারি এই মিলে মাঝে মধ্যেই অনেক দুর্ঘটনা ঘটে, কতৃপক্ষের অনিরাপদ ব্যবস্থা থাকার কারণে, ৫৫নং ওয়ার্ড মিলগেইট টঙ্গী এস.এস স্টিল মিলের বৈদ্যুতিক ব্যবস্থা কি করে এতো অনিরাপদ হয় জানতে গেলে কারখানা কর্তৃপক্ষের কেউ মুখ খুলতে রাজি নন। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান,বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Leave a Reply